বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েলও

মাইকেল ব্রেসওয়েলছবি: টুইটার

ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। পায়ের পেছন দিকে একিলিস টেন্ডনে চোটের কারণে প্রায় ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ৩২ বছর বয়সী ব্রেসওয়েল। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র‌্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় এই চোট পান ব্রেসওয়েল। ভারতে অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে ব্রেসওয়েলের চোট নিউজিল্যান্ডের জন্য বড় আঘাত। এর আগে কেইন উইলিয়ামসও হাঁটুতে চোট পান। আইপিএলে সর্বশেষ মৌসুমে গুজরাট টাইটানসের হয়ে নিজের প্রথম ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান উইলিয়ামসন। সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, উইলিয়ামসনের বিশ্বকাপে না খেলার সম্ভাবনাই বেশি। তবে এরপর জানা যায়, মেন্টর হিসেবে তিনি দলের সঙ্গে ভারতে যেতে পারেন। তবে কোচ গ্যারি স্টিড উইলিয়ামসনকে নিয়ে অতটা আশাবাদী নন।

ব্রেসওয়েলের চোট নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামসনের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন স্টিড। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘এনজেডহেরাল্ড’কে স্টিড বলেছেন, ‘কেইন লড়াই করছে, মাঠে ফিরতে যা যা করা দরকার করছে। তবে তার না থাকার সম্ভাবনাই বেশি। আর এখন ব্রেস (ব্রেসওয়েল) চোট পাওয়ায় দুটো বড় আঘাত পেলাম আমরা।’

আরও পড়ুন

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহষ্পতিবার ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন ব্রেসওয়েল। এরপর তাঁর পুর্নবাসন প্রক্রিয়া শুরু হবে। চোটের কারণে ব্রেসওয়েলের বিশ্বকাপে না খেলার বিষয়ে গ্যারি স্টিড বলেছেন, ‘চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবে না, কোনো খেলোয়াড় এমন পরিস্থিতির সন্মুখীন হলে তার জন্য খারাপ লাগবেই। তিন সংস্করণেই আমরা তাঁর দক্ষতা দেখেছি এবং ভারতে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল।’