খেলা শেষ হওয়ার এক সপ্তাহ পর শাস্তি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিডছবি: এএফপি

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় টি–টোয়েন্টিতে ৩৭ বলে অপরাজিত সেঞ্চুরি করে রেকর্ড বই ওলট–পালট করে দেন টিম ডেভিড। সেই সফরেই পঞ্চম ও শেষ ম্যাচে এক কাণ্ড করে বসেন।

আম্পায়ার ওয়াইড না দেওয়ায় তাঁর দিকে এগিয়ে হাত প্রসারিত করে ওয়াইডের দাবি জানান ডেভিড। অস্ট্রেলিয়ার এই হার্ড হিটিং ব্যাটসম্যানকে সেই সময় নাখোশও দেখা যায়।

ডেভিডের এমন আচরণ ভালোভাবে নেয়নি আইসিসি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আম্পায়ার রেইফার ওয়াইড না দেওয়ায় অসন্তোষ জানান ডেভিড
ছবি: ভিডিও থেকে নেওয়া

মাঠে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ক্রিকেটারের এ ধরনের শাস্তি পাওয়ার খবর প্রায়ই শোনা যায়। সাধারণত ম্যাচের পরপরই বা বড়জোর এক দিন পর শাস্তির ঘোষণা আসে।

কিন্তু ডেভিডের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম ঘটনা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টিতে হয়েছে গত ২৮ জুলাই। আর আইসিসি ডেভিডকে দুঃসংবাদ দিল আজ; ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহ পর।

আরও পড়ুন

আইসিসি আজ এক বিবৃতিতে জানিয়েছে, আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ডেভিড। যেখানে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করার কথা বলা হয়েছে।

সম্প্রতি শেষ হওয়া সিরিজেই অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন ডেভিড
ছবি: এএফপি

আইসিসি আরও জানিয়েছে, ডেভিড তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। সিঙ্গাপুরে জন্ম নেওয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো শৃঙ্খলাজনিত কারণে ডিমেরিট পয়েন্ট পেলেন। দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাঁকে এক টেস্ট অথবা দুটি সীমিত ওভারের ম্যাচে (ওয়ানডে অথবা টি-টোয়েন্টি) নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সেদিন অস্ট্রেলিয়াকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২.২ ওভারে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন ডেভিড। ওই ওভারেই আম্পায়ার লেসলি রেইফারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

আলজারি জোসেফের ডেলিভারিটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। তখন রেইফারের দিকে এগিয়ে গিয়ে দুই হাত প্রসারিত করে ওয়াইড হয়েছে বলে ইঙ্গিত করেন। কিন্তু বারবাডোজের এই আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দেন, ওয়াইড হয়নি।

টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫–০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া
ছবি: এএফপি

তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি। ডেভিড ওই ঘটনার পরপরই ব্যাট হাতে ঝড় তোলেন; ১টি চার ও ৪টি ছক্কায় ১২ বলে করেন ৩০ রান। অস্ট্রেলিয়া ৩ ওভার ও ৩ উইকেট বাকি রেখে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে ধবলধোলাই করে