রিভিউ নেওয়ার আগে তাসকিনের কাছে কী জানতে চেয়েছিলেন রিজওয়ান

তাসকিন ও রিজওয়ানছবি: সংগৃহীত

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে গতকাল বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় অদ্ভুত এক ঘটনার জন্ম দেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। আউটের জন্য রিভিউ চাইতে গিয়ে খোদ ব্যাটসম্যানের সহায়তা চান তিনি।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইনিংসের ৪৩তম ওভারে। শাহিন শাহ আফ্রিদির করা লেংথ বলটিতে এ সময় ব্যাট ঘুরিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঘটেনি। বল প্যাডে লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। যদিও শুরুতে বল ব্যাটে লেগেছে নাকি প্যাডে, তা বোঝা যায়নি। এ সময় আউট চেয়ে জোরালো আবেদন করেন অধিনায়ক বাবর আজম। যদিও আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি।

আরও পড়ুন

এরপর রিভিউ নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেন বাবর। শব্দ শোনা গেলেও বল আসলে কোথায় লেগেছে, তা নিয়ে ছিল সংশয়। আর তখনই অদ্ভুত কাণ্ডটি করেন রিজওয়ান। তিনি ব্যাটসম্যান তাসকিনের কাছেই জানতে চান বল আসলে ব্যাটে লেগেছে কি না? মাঠে থাকা মাইকের মাধ্যমে শোনা যায়, সে সময় বাবর রিজওয়ানকে বলছেন, ‘বাদ দাও, সে বলছে বল প্যাডে লেগেছে।’ এরপর রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

সে সময় রিজওয়ানের কাণ্ড দেখে অধিনায়ক বাবর ও বোলার শাহিনকেও কিছুটা বিস্মিত হতে দেখা যায়। এমনকি ধারাভাষ্যকাররাও এ নিয়ে হাসাহাসি করেন। সে যাত্রায় টিকে গিয়েও অবশ্য সুবিধা করতে পারেননি তাসকিন। পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে ফেরেন এই পেসার।

এদিকে রিজওয়ানের সেই কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। কেউ কেউ এর নাম দিয়েছেন ‘রিজওয়ান রিভিউ সিস্টেম’।

একজন লিখেছেন, ‘ধোনি ডিআরএস নিয়ে বলের ওপর বাজের মতো দৃষ্টি রাখার কথা বলেছিল। অনেক সময় সে সঠিক সিদ্ধান্তও নিত। আর রিজওয়ানের পদ্ধতি হচ্ছে সরাসরি ব্যাটসম্যানের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া।’ আরেকজন লিখেছেন, ‘এমন সৎ মানুষও কি এখনো পৃথিবীতে আছে নাকি!’ অন্য একজন লিখেছেন, ‘হাস্যকর একটি রিভিউ, যেটি শেষ পর্যন্ত নেওয়া হয়নি।’

মোহাম্মদ হাজরান নামের পাকিস্তানি এক সমর্থক পুরো ঘটনা তুলে ধরেছেন এভাবে, ‘বোলার আফ্রিদি ক্যাচের আবেদন করেছে। কিপার রিজওয়ান ব্যাটসম্যানের কাছে জিজ্ঞেস করছে, বল ব্যাটে লেগেছে নাকি প্যাডে? ব্যাটসম্যান বলল, প্যাড। রিজওয়ান বলল, সে বলছে প্যাডে লেগেছে, থাক না নিই। রিজওয়ান কী নিরীহ!’