হেডের গোল্ডেন ডাকের হ্যাটট্রিক!

ব্রিসবেন টেস্টে কোনো রানই পাননি ট্রাভিস হেডরয়টার্স

শামার জোসেফ অস্ট্রেলিয়ার রাতটা দুঃস্বপ্নের করে তুলেছেন জশ হ্যাজলউডকে বোল্ড করে। রুদ্ধশ্বাস উত্তেজনায় দুই দিকে দুলতে থাকা ম্যাচে হ্যাজলউডের আউটেই নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়ার ৮ রানের হার। তবে ট্রাভিস হেডকে শামার দুঃস্বপ্ন ‘উপহার’ দিয়ে যান আরও আগেই।

৫ নম্বরে ব্যাট করতে নামা হেড প্রথম বলেই শামারের দুর্দান্ত এক ইয়র্কারের সামনে পড়েন। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির যে ইয়র্কার সামলাতে না পারায় শূন্য রানেই ফিরতে হয় স্বপ্নের মতো এক বছর কাটিয়ে আসা হেডকে।

আজ গ্যাবায় হেডের প্রথম বলে আউটটি ছিল এই মাঠে তাঁর টানা তৃতীয়। এই টেস্টের প্রথম ইনিংসে নিজের প্রথম বলে কেমার রোচের বলে ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। এর আগে ব্রিসবেনে খেলা সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে। ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথম বলে আউট হয়েছিলেন কাগিসো রাবাদার বলে।

অস্ট্রেলিয়ানদের মধ্যে টানা দুই ইনিংসে প্রথম বলে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান হেড। ‘কিং পেয়ার’ নামে পরিচিত এই বিব্রতকর রেকর্ডে প্রথমবার নাম লিখিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ২০০১ সালে ভারতের বিপক্ষে কলকাতায়। আর দ্বিতীয় ঘটনাটি রায়ান হ্যারিসের, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে।

আরও পড়ুন

টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই প্রথম বলে আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে হেড ২৪তম। আর দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়াদের মধ্যে ৩১তম। তবে একই মাঠে টানা তিনটি ইনিংসে শূন্য রানে কেউ আউট হয়েছেন কি না, সে এক গবেষণার ব্যাপার!
অথচ গোল্ডেন ডাকের হ্যাটট্রিকের আগে এই ব্রিসবেনেই কী ধারাবাহিকই না ছিলেন হেড।

ট্রাভিস হেড ফিরেছেন টানা দুই ইনিংসে শূন্য রানে
এএফপি

এখন পর্যন্ত টেস্টে সাতবার ব্যাট করেছেন এখানে। প্রথম চার ইনিংসের একটিতে দেড় শ (ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ১৫২), দুটিতে শতকের সম্ভাবনা জাগানো অর্ধশতক (৯২ ও ৮৪) আছে। আর রানপ্রসবা গ্যাবাই কিনা হেডের জন্য এখন দুঃস্বপ্ন! সেটাও কখন? গত আট মাসের মধ্যে যিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন