পিসিবির ৩ জনের ‘হাই প্রোফাইল’ কমিটি, ২ মাসের মধ্যে নেই দুজন

পিসিবির টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক ও ইনজামাম-উল-হককে নিয়েফাইল ছবি

গতকাল রাত ৮টার দিকেও পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছিল মোহাম্মদ হাফিজকে। ‘২০২৩ এশিয়া কাপের দলের পারফরম্যান্স রিভিউ’ করা নিয়ে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে বৈঠকে অন্যান্যদের মধ্যে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে ছিলেন সাবেক এ অধিনায়কও। সেখানে তাঁর উপস্থিতি ছিল পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে। তবে রাত ১১টার দিকে এ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ঠিক কী কারণে সরে যাচ্ছেন, সেটি খোলাসা করেননি হাফিজ। শুধু সরে যাওয়ার ঘোষণা দিয়ে টুইটারে লেখেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাম্মানিক সদস্য হিসেবে কাজ করেছি এখানে। জনাব জাকা আশরাফকে এ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই। যখনই পাকিস্তান ক্রিকেটের জন্য কোনো পরামর্শ জাকা আশরাফ চাইবেন, আমি প্রস্তুত। পাকিস্তান ক্রিকেটের জন্য সব সময়ের মতোই শুভকামনা।’

গত কয়েক মাসে বেশ রদবদলের মধ্য দিয়ে গেছে পিসিবি। গত মাসে সাবেক তিন অধিনায়ক—মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও হাফিজকে নিয়ে এ টেকনিক্যাল কমিটি গঠন করে পিসিবি। বোর্ডটির ভাষ্যমতে ‘হাই প্রোফাইল’ এ কমিটির কাজের আওতার মধ্যে ছিল ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেওয়া।

পিসিবির টেকনিক্যাল কমিটি থেকে সরে গেছেন মোহাম্মদ হাফিজ
এএফপি

তবে এর কদিন পরই এ কমিটির সদস্য ইনজামামকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে কমিটি থেকে সরে দাঁড়ান তিনি। শুরুতে বলা হয়েছিল, প্রধান নির্বাচক নিয়োগ করার কাজটিও করবে ওই টেকনিক্যাল কমিটি। তবে পরে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, প্রধান নির্বাচক যেহেতু পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ নিয়োগ দিয়েছেন, তাই ওই কমিটির আর সেটি করার প্রয়োজন নেই। টেকনিক্যাল কমিটিতে ইনজামামের বিকল্প দ্রুতই ঘোষণা করার কথাও ছিল পিসিবির। তবে সেটি করা হয়নি। উল্টো এবার সরে গেলেন হাফিজও।

আরও পড়ুন

প্রধান নির্বাচক হিসেবে সময়টা যে সুবিধার যাচ্ছে ইনজামামের, সেটিও নয়। জানা গেছে, পিসিবির সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যে দুবার পদত্যাগের হুমকি দেন তিনি। এদিকে এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় নেওয়ার পর পাকিস্তান দল নিয়ে সমালোচনা হয়েছে অনেক। ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হারে বাবর আজমের দল। আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দল আজ ঘোষণা করতে পারে পাকিস্তান।