ক্ষতিপূরণ চেয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারের মামলা

ওয়েস্ট ইন্ডিজের বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক উইকেটকিপার শেন ডাওরিচক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় ১ লাখ ৭২ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডাওরিচ। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলতে তিনি বিবেচ্য হবেন না, বোর্ডের নেওয়া এ সিদ্ধান্ত সঠিক ছিল না বলে দাবি ডাওরিচের। তাঁর মামলা করার বিষয়টি নিশ্চিত করেছে সিবিসি বার্বাডোজ।

২০২০ সালে নিউজিল্যান্ড সফরে আঙুলের চোটে পড়েন ডাওরিচ। এরপর ব্যক্তিগত কারণে সফর শেষ করার আগেই নিউজিল্যান্ড ছাড়ার অনুমতি দেওয়া হয় তাঁকে। তবে ডাওরিচের দাবি, ব্যক্তিগত কারণ পেছনে ফেলে তিনি আবার খেলার জন্য প্রস্তুত কি না, এ ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কোনো খোঁজখবর নেয়নি।

আরও পড়ুন

ডাওরিচের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, যখন তিনি খেলার জন্য প্রস্তুত হয়েছেন, তখন একজন চিকিৎসককে দিয়ে তাঁর মূল্যায়নও করায়নি বোর্ড। সে সময় প্রায় ১ লাখ ৫০ হাজার ডলারের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ডাওরিচ, যেটি বাতিল করা হয়। এর ফলে তাঁর আয় ‘উল্লেখযোগ্য পরিমাণে’ কমে যায় বলে মামলার নথিতে বলা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে দলে ডাক পাওয়ার ১০ দিন পরই অবসর নেন ডাওরিচ
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

তার আগের পাঁচ বছর যে চুক্তিতে ছিলেন, সেটি ষষ্ঠ বছরের জন্য নবায়ন করা উচিত ছিল এবং তিনি যে ফিট নন, এর ভিত্তিতে সেটি না করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে স্টাব্রোক নিউজ জানিয়েছে, সে সময় পর্যাপ্তসংখ্যক ম্যাচ খেলেননি বলে কেন্দ্রীয় চুক্তি থেকে ডাওরিচকে বাদ দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।

আরও পড়ুন

ডাওরিচের করা মামলার জবাব দিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এপ্রিলে প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০২০ সালের ওই নিউজিল্যান্ড সফরেই ৩৫ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ডাওরিচ। ক্যারিয়ারে মাত্র একটি ওয়ানডে খেলে ডাওরিচকে গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছিল। তবে সিরিজ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

গত রোববার অবশ্য আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজ দলে ডাকা হয়েছে তাঁকে।

আরও পড়ুন