১৫০ রানেই থামল বাংলাদেশ

বিজয় দিবসে বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিলেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজছবি: শামসুল হক

কুলদীপ যাদবের ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পর ১৫০ রানেই চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে বাংলাদেশ। এ মাঠে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। তৃতীয় দিন সকালে বাংলাদেশের শেষ দুই উইকেট জুটি টিকেছে ৪৮ মিনিট ও ১১.৫ ওভার। আগের দিনের স্কোরের সঙ্গে বাংলাদেশ যোগ করতে পেরেছে ১৭ রান। ২৫৪ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে ভারত, বাংলাদেশকে ফলো-অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা অনুমিতভাবেই।

মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের অষ্টম উইকেট জুটি অবিচ্ছিন্ন থেকে নামে আজ। দিনের পঞ্চম ওভারে প্রথম ব্রেকথ্রু পায় ভারত। কুলদীপ যাদবের লেগসাইডের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন ইবাদত। মিরাজের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৪২ রান, ৮৩ বলে। রান ও বলের হিসেবে বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ জুটি সেটিই।

ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ
ছবি: প্রথম আলো

ইবাদতের উইকেটটিই ছিল ইনিংসে পঞ্চম। শেষ পর্যন্ত এ বাঁহাতি রিস্ট স্পিনার বোলিং শেষ করেন ৪০ রানে ৫ উইকেট নিয়ে। ক্যারিয়ারে এটি তৃতীয়বারের মতো ৫ উইকেট তাঁর, সেরা বোলিং ফিগারও।

খালেদের সঙ্গে মিরাজের জুটি এরপর ৭ ওভার টিকেছে, তবে রান উঠেছে মাত্র ৬।

ইনিংসের ৫৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে হয়েছে দুটি রিভিউ। প্রথমে খালেদকে আউট না দেওয়ার পর রিভিউ করে ভারত, তবে ইমপ্যাক্ট ছিল আম্পায়ার্স কল। এরপর খালেদকে এলবিডব্লিউ দেন আম্পায়ার শরফউদ্দৌলা। তবে আল্ট্রাএজে দেখা গেছে, প্যাডের আগে বল লেগেছিল ব্যাটে। খালেদ শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন।

অক্ষরের পরের ওভারে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে মিস করেন মিরাজ। বেশ সময় নিয়েই স্টাম্পিং করেন ঋষভ পন্ত। ৮২ বল খেলে মিরাজ করেন ২৫ রান।

বিজয় দিবসে আজ বিশেষ জার্সি পরে নেমেছে বাংলাদেশ দল।