কেন হঠাৎ অবসর, ব্যাখ্যা দিলেন ইমাদ ওয়াসিম

পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমছবি: এক্স

আন্তর্জাতিক ক্রিকেটকে হুট করেই বিদায় বলেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এই স্পিন বোলিং অলরাউন্ডার এমন এক সময় অবসর নিয়েছেন, যখন পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা ছিল অনেক বেশি।

নতুন ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ নিজেই ইমাদকে ফোন করেছিলেন। হাফিজ জানিয়েছিলেন, পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি আছেন। এমন পরিস্থিতিতে কেন অবসর নিলেন ইমাদ? পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে হুট করে নেওয়া অবসরের কারণ জানিয়েছেন ইমাদ।

আরও পড়ুন

ইমাদ বলেন, ‘মানসিক দিক থেকে আমি সঠিক অবস্থায় ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না।’ ইমাদকে অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেন, সিদ্ধান্ত বদলে আবার তিনি পাকিস্তানের হয়ে খেলতে পারেন কি না? এ প্রশ্নে ইমাদ বলেন, ‘এটা জীবন, আর জীবনে সবকিছুই হতে পারে। তবে আমি কখনো ফিরব না, এটা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা অনেক বড় পদক্ষেপ। আমি নিশ্চিত নই, জীবন আমার জন্য কী রেখেছে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাশাপাশি ইমাদ আট বছর ধরে খেলা পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসকেও বিদায় বলেছেন। এ প্রসঙ্গে ইমাদ বলেন, ‘করাচি কিংস আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। করাচি কিংসের হয়ে আট বছর খেলেছি, ফ্র্যাঞ্চাইজিটিকে ছাড়া সহজ নয়। তবে পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে ছেড়ে নতুন কোনো দলে যোগ দেওয়া কিংবা পুরোনো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে ফেরা—সবই ফ্র্যাঞ্চাইজি বাণিজ্যের অংশ।’

আরও পড়ুন

ইমাদ অবসর নেওয়ার কয়েক দিন আগেই তাঁকে ফোন করেছিলেন হাফিজ। যে কথোপকথনের বিষয়টি অস্ট্রেলিয়া সফরের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে দলের পরিচালক। হাফিজ বলেছিলেন, ‘ইমাদ ওয়াসিমকে ফোন করেছি। ওকে বলেছি, আমার পাকিস্তান দলের পরিকল্পনায় ও আছে, ওর পাকিস্তান ক্রিকেটের সেবা করা উচিত। জানতে চেয়েছি, পাকিস্তানের হয়ে খেলার জন্য ইমাদ প্রস্তুত কি না। ইমাদ বলেছিল, ও এ বিষয়ে ভেবে আমাকে জানবে। দুই দিন পর ইমাদ জানিয়েছে, নিউজিল্যান্ড সিরিজে ওকে পাওয়া যাবে না। এর দুই দিন পর তো ইমাদ অবসরের ঘোষণাই দিয়ে দিল।’

বাবর–রিজওয়ানের সঙ্গে ইমাদ
ছবি: টুইটার

২০১৫ সালে অভিষেক হওয়া ইমাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তাঁর উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ৬৬টি টি-টোয়েন্টি খেলে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান।

আরও পড়ুন