কুমিল্লার শক্তি বাড়াতে এলেন রাসেল-নারাইন

সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলকুমিল্লা ভিক্টোরিয়ানস

ইংল্যান্ড তারকা মঈন আলী ও ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জনসন চার্লস খেলছেন বিপিএলের চট্টগ্রামের পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম ম্যাচ থেকে। এবার কুমিল্লায় যোগ দিলেন আরও দুই ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। টি-টোয়েন্টি ক্রিকেটের এই দুই তারকা আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী সোমবার কুমিল্লার ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নামবেন রাসেল ও নারাইন। সেদিন সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা।

আরও পড়ুন

নারাইন ব্যস্ত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি লিগে। ১০ ম্যাচ খেলে নারাইনের শিকার ৭ উইকেট। রাসেল খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অস্ট্রেলিয়া সফরে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সর্বশেষ ম্যাচে রাসেলের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস।

গত বিপিএলে দুজনই কুমিল্লার হয়ে খেলেছিলেন। টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিয়ে শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন। এবারও টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিয়েছেন। এতে নিশ্চিতভাবেই কুমিল্লার শক্তি বাড়বে।

কুমিল্লা এর মধ্যেই ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছে। শেষ চার এখনো নিশ্চিত হয়নি দলটির। তবে সে জন্য বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর ২ পয়েন্ট হলেই কুমিল্লার নামের পাশে বসবে ‘কোয়ালিফাই’ শব্দটি।

আরও পড়ুন