গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ বেয়ারস্টোর

গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ বেয়ারস্টোরছবি: এএফপি

জেসন রয়কে বাদ দেওয়া হয়েছে, সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে জস বাটলারের সঙ্গে ইনিংস ওপেন করার কথা ছিল জনি বেয়ারস্টোর। তবে যেদিন দল ঘোষণা করা হলো, সেদিনই অদ্ভুত এক চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল তাঁর।

আজ গলফ খেলতে গিয়ে পড়ে পায়ে চোট পেয়েছেন ইংল্যান্ড ব্যাটসম্যান, যেখানে অস্ত্রোপচার লাগবে তাঁর। নিকট ভবিষ্যতে তাঁকে মাঠে দেখা যাবে না, নিজেই এমন জানিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন বেয়ারস্টো। এমনিতেও পাকিস্তান সফরে বিশ্রামে থাকার কথা ছিল তাঁর।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, শুক্রবার লিডসে গলফ খেলতে গিয়ে অদ্ভুত দুর্ঘটনায় পড়ে পায়ে চোট পান বেয়ারস্টো। আগামী সপ্তাহে চোটের গভীরতা জানতে একজন বিশেষজ্ঞকে দেখাবেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বেয়ারস্টো লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিকট ভবিষ্যতে সব ধরনের ম্যাচ বা সফরে আমি থাকব না। এর কারণ হচ্ছে, একটা অদ্ভুত দুর্ঘটনায় পড়ে আমার পায়ের নিচের অংশে চোট পেয়েছি, যেটিতে অস্ত্রোপচার লাগবে। আজ সকালে গলফ কোর্সে পিছলে পড়ে এ চোট পাই আমি।’

পুরো মৌসুম জুড়েই এমন মুহূর্ত উপহার দিয়েছেন বেয়ারস্টো
ফাইল ছবি:

চোটে পড়ার আগে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছিলেন বেয়ারস্টো। টেস্টে এ বছর ১০ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন, ব্যাটিং করেছেন ৬৬.৩১ গড়ে। তিনটি টি-টোয়েন্টি খেলে ৪৯ গড় ও ১৪১.৩৪ স্ট্রাইক রেটে করেছিলেন ১৪৭ রান।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই বেয়ারস্টোর না থাকা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কাই। আপাতত সতীর্থদের শুভকামনা জানিয়েছেন এ ব্যাটসম্যান, ‘আমি কষ্ট পেয়েছি অনেক। এ সপ্তাহে ওভালে এবং যারা অস্ট্রেলিয়া যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে, সবাইকে শুভকামনা।’

ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট
ছবি: এএফপি

সিরিজের তৃতীয় টেস্টে বেয়ারস্টোর বদলে ইংল্যান্ড ডেকেছে বেন ডাকেটকে। ২০১৬ সালে ভারতের বিপক্ষে ৪ টেস্ট ক্যারিয়ারের সর্বশেষটি খেলেছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান, বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল যাঁর। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বেয়ারস্টোর বদলে কাকে নেওয়া হবে, এখনো নিশ্চিত করেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।