বাবরকে কোন ভারতীয় বোলার আউট করবেন জানেন রায়না

ব্যাট হাতে দররুণ ছন্দে আছেন বাবর আজমছবি: এএফপি

আর মাত্র একটা দিনের অপেক্ষা। আগামী পরশু আরেকটা ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই। সুপার টুয়েলভে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এ লড়াই দেখার অপেক্ষায় আছেন বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা।

বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, এটা ঠিক হয়ে যাওয়ার পর থেকেই এ ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। ম্যাচের দিনক্ষণ যত এগিয়ে এসেছে, কথার লড়াইয়ে জড়িয়েছেন দুই দলের সাবেক ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার কথা বললেন ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না।

ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না
ফাইল ছবি

ভারত-পাকিস্তানের এবারের লড়াইয়ে কোন দল জিতবে, এই অনুমান তো সেই কবে থেকেই একেকজন করে আসছেন। এ ছাড়া আলোচনা হচ্ছে ম্যাচটির লড়াইয়ের মধ্যে লড়াই নিয়েও। সেই আলোচনায় কখনো উঠে আসছে ভারতের বিরাট কোহলির ছন্দে ফেরার গল্প অথবা দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমকে থামাবেন কে!

বাবরের ব্যাটে যে রানের ফোয়ারা, সেটাতে লাগাম টেনে ধরবেন ভারতের কোন বোলার, এমন এক প্রশ্নের উত্তরে রায়না বলেছেন পেসার আর্শদীপের কথা। সবকিছু ঠিক থাকলে ভারত-পাকিস্তান ম্যাচে খেলার কথা আর্শদীপের। আর সেটাই যদি হয়, টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো দেখা হবে বাবর-আর্শদীপের।

এর আগে দুজনের দুবার দেখা হয়েছে আরব আমিরাতে গত মাসে হওয়া সর্বশেষ এশিয়া কাপে। দুবারের দেখায় আর্শদীপের ৬টি বলের মুখোমুখি হয়েছেন বাবর। তিনটি বল ডট দিয়েছেন তিনি। একটি বাউন্ডারিসহ করতে পেরেছেন ৬ রান।

ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং
ছবি: বিসিসিআই

সেই প্রসঙ্গ টেনে রায়না বলেছেন, ‘সে (বাবর) ভালো একজন অধিনায়ক এবং একই সঙ্গে সে ভালো ক্রিকেটারও। সে তার দলের জন্য অনেক কিছুই করেছে। কিন্তু আশা করছি, আমাদের বিপক্ষে ম্যাচে তাকে আর্শদীপ আউট করবে।’

ভারত-পাকিস্তান ম্যাচে বাবরের সম্ভাব্য ঘাতক হিসেবে রায়না যে আর্শদীপের কথা বলেছেন, এর পেছনে একটি কারণও আছে। বাঁহাতি পেসারদের বিপক্ষে আগে থেকেই কিছুটা দুর্বলতা আছে পাকিস্তানের ওপেনারের। গত দুই বছরে বাঁহাতি পেসারদের বলে ১২ বার আউট হয়েছেন বাবর।

দেখা যাক, এবারের ভারত-পাকিস্তান ম্যাচে বাবরের সেই দুর্বলতা আরেকবার বেরিয়ে পড়ে কি না, সত্যি হয় কি না রায়নার ভবিষ্যদ্বাণী!