ইংলিশ ক্রিকেটের সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টস লর্ডসে নিজেদের ধারাভাষ্যকক্ষের নাম এই মৌসুমের জন্য শেন ওয়ার্নের নামে রেখেছে। আজ মঙ্গলবার সেই ধারাভাষ্যকক্ষে উপস্থিত হয়েছিলেন জ্যাকসন।
এরপর তিনি বলেছেন, ‘আমার সেরা বন্ধু ছিলেন আমার বাবা। তিনি আমাকে বেশ কিছু জীবনমুখী শিক্ষা দিয়ে গেছেন। যেটি আজকে আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে। তিনি আমাকে সব সময় তিনটি জিনিস অনুসরণ করার জন্য বলেছেন। সেগুলো হচ্ছে অন্যের সঙ্গে ভালো আচরণ করতে পয়সা লাগে না, কোনোমতেই হতোদ্যম হওয়া যাবে না, সব সময় বর্তমান নিয়েই ভাবতে হবে।’
বাবার মৃত্যুর পর জ্যাকসন ভেঙে পড়েছিলেন। মে মাসে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, ‘তিনি এখন মোটামুটি ভালো আছেন।’ তাঁর বাবা যে বহু মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রেখেছিলেন, সেটি দেখে তিনি আনন্দিত, ‘আমি এখানে এসেছি (লর্ডস) সবাইকে ধন্যবাদ জানাতে।’
জ্যাকসন আরও লেখেন, ‘সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিভিন্ন ভিডিওতে নিজেদের অভিব্যক্তি জানানোর জন্য। বাবাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন আপনারা, সে জন্যও ধন্যবাদ জানাই। আমাদের সমবেদনা জানিয়েছেন, বিভিন্ন ভাস্কর্য ও চিত্রকর্ম তৈরি করেছেন, সে জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনারা যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, তাতে আমরা বুঝতে পেরেছি, বাবাকে আপনারা কতটা ভালোবাসতেন।’