হৃদয় পারেননি, পারেনি তাঁর দলও

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন তাওহিদ হৃদয়ছবি : ফেসবুক

লঙ্কা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের ব্যাট আর জাফনা কিংসের ফল যেন হাত ধরাধরি করে হাঁটছে। আগের তিন ম্যাচের দুটিতে চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন হৃদয়, জয় পেয়েছিল তাঁর দলও। আর যে ম্যাচে স্বল্প রানে আটকেছেন, দল মাঠ ছেড়েছিল হার নিয়ে।

একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি হলো আজও। বি-লাভ ক্যান্ডির বিপক্ষে বড় রানের ইনিংস খেলতে পারেননি হৃদয়। ২২ বল খেলে আউট হয়ে গেছেন ১৯ রানে। শেষ পর্যন্ত জাফনা কিংসও হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে জাফনা। প্রথম ওভারের পঞ্চম বলে রহমানউল্লাহ গুরবাজ আউট হলে তিনে ব্যাট করতে নামেন হৃদয়। দুশমন্থ চামিরাকে টানা দুটি চার মেরে আরেকটি বড় ইনিংসের ইঙ্গিতও দেন। তবে রান তোলার গতি এরপর আর ধরে রাখতে পারেননি। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ক্যাচ দেন স্কয়ার লেগ বাউন্ডারিতে। থেমে যায় ৩ চারে গড়া ১৯ রানের ইনিংস।

লঙ্কা প্রিমিয়ার লিগে এটিই হৃদয়ের সর্বনিম্ন ইনিংস। এর আগের তিন ম্যাচে খেলেছিলেন যথাক্রমে ৩৯ বলে ৫৪, ২০ বলে ২৪ ও ২৩ বলে ৪৪* রানের ইনিংস।

আরও পড়ুন

আজ হৃদয়ের মতো রান পাননি দলের বাকি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত সাত নম্বরে নামা দুনিত ওয়ালালাগের ২৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানের পুঁজি গড়ে জাফনা।

রান তাড়ায় ২ উইকেট হারিয়ে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যান্ডি। হাসারাঙ্গা অপরাজিত ৫২ ও ফখর জামান ৪২ রানের ইনিংস খেলেন।