মেয়েদের প্রিমিয়ার লিগে দল পেলেন না বাংলাদেশের কেউ

সালমা খাতুন ও জাহানারা আলমছবি: প্রথম আলো

প্রথমবারের মতো হতে যাওয়া ভারতের মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার, তবে নিলামে নাম উঠেছে ৩ জনের। কিন্তু জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার—কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনো দল।

আরও পড়ুন

বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি। বাংলাদেশিদের মধ্যে সবার আগে নাম ওঠে ৩০ লাখ ভিত্তিমূল্যের পেসার জাহানারার। এরপর ৪০ লাখ ভিত্তিমূল্যের অলরাউন্ডার সালমা, ২০ লাখ ভিত্তিমূল্যের ব্যাটার স্বর্ণার নাম ডাকা হলেও আগ্রহ দেখায়নি কোনো দল।

এবারই প্রথম হতে যাচ্ছে আইপিএলের মেয়েদের সংস্করণ উইমেনস প্রিমিয়ার লিগ। এর আগে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হতো, তাতে খেলার অভিজ্ঞতা আছে জাহানারা, সালমা ও শারমীন আক্তারের। তবে বড় কলেবরের লিগে সুযোগ পেলেন না কেউ।

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছিলেন স্বর্ণা আক্তার
ছবি: আইসিসি

উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম নিয়ে প্রশ্ন করা হলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিগার বলেন, ‘আমরা খুব রোমাঞ্চিত, আমরা বিমানবন্দরে থাকার সময় ফোনে নিলাম সরাসরি দেখেছি। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড় বিক্রি হয়নি, তবু আমি মনে করি, এটা মেয়েদের ক্রিকেটের জন্য খুব বড় সুযোগ। আর আমাদের দেশে তরুণ খেলোয়াড়েরা এটি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের উদ্দীপ্ত করবে।’

আরও পড়ুন

পাঁচ দলের এ লিগের নিলাম আজ অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের একটি কনভেনশন সেন্টারে। নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নিলামের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হয়েছেন স্মৃতিই।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ কোটি রুপি করে দাম অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছে গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

এ নিলামে এ ছাড়া কোটিপতি হয়েছেন দীপ্তি শর্মা (ইউপি ওয়ারিয়র্জ, ৩ কোটি ২০ লাখ), জেমিমা রদ্রিগেজ (দিল্লি ক্যাপিটালস, ২ কোটি), বেথ মুনি (গুজরাট, ২ কোটি), শেফালি বর্মা (দিল্লি, ২ কোটি), পূজা বস্ত্রকর (মুম্বাই, ১ কোটি ৯০ লাখ), রিচা ঘোষ (বেঙ্গালুরু, ১ কোটি ৯০ লাখ), হারমানপ্রীত কৌর (মুম্বাই, ১ কোটি ৮০ লাখ), সোফি একলস্টোন (ইউপি, ১ কোটি ৮০ লাখ)।

সব মিলিয়ে নিলামে বিক্রি করা হয়েছে ৮৯ জন খেলোয়াড়কে, তাঁদের মধ্যে ৩০ জন বিদেশি। প্রতিটি দলের জন্য বাজেট ছিল ১২ কোটি, ৫টি দল মিলে নিলামে খরচ করেছে ৫৯ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুন