কোহলিকে চেনেন না রোনালদো

ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলিএএফপি

বিরাট কোহলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটদের একজন। প্রথম ভারতীয় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২৫ কোটি পেরিয়েছে কোহলির। এখন অনুসারীর সংখ্যা ২৬ কোটি ৫০ লাখ। ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে কোহলির অনুসারীই সবচেয়ে বেশি, সব মিলিয়ে অ্যাথলেটদের মধ্যে অনুসারীর সংখ্যায় কোহলি আছেন শীর্ষ পাঁচেই।

গত বছর আগস্টে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচকিউ একটি তালিকা করেছিল—অভ্যন্তরীণ এবং উন্মুক্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা সেই তালিকা অনুযায়ী গত বছর ক্রিকেটার তো বটেই, ভারতীয়দের মধ্যেই ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকেও সবচেয়ে বেশি আয় ছিল কোহলির।

সামাজিক যোগাযোগমাধ্যমে খেলাধুলার জগতে কোহলির মতো জনপ্রিয় তারকা যে খুব বেশি নেই, তা বলাই যায়। এর পাশাপাশি আরেকটি সম্পূরক তথ্যও জানিয়ে রাখা ভালো—গত ডিসেম্বরে একটি তালিকা প্রকাশ করেছিল গুগল। গত ২৫ বছরে যে তারকাদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সেসব তারকার তালিকা। আর এ তালিকায় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কোহলিকে। কোহলি জনপ্রিয়, তা নিয়ে সংশয় নেই। তবে রোনালদো ঠিক ভারতীয় ক্রিকেট তারকাকে চেনেন না।  

এই রোনালদো অবশ্য পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো নন। তিনি জোসে মরিনিওর ‘আসল রোনালদো’—ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো লুইস নাজারিও দি লিমা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ গতকাল একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় ইউটিউবার স্পিড। সেখানে রোনালদোর সঙ্গে আড্ডাসুলভ আলাপচারিতায় উঠে এসেছে ভারতীয় তারকার প্রসঙ্গ। স্পিড রোনালদোর কাছে জানতে চান, ‘তুমি বিরাট কোহলিকে চেনো?’ রোনালদোর উত্তর, ‘কে?’ স্পিড ধরিয়ে দেন, ‘ভারতের বিরাট কোহলি।’ রোনালদো এককথায় উত্তর দেন, ‘না।’ স্পিড এবার বেশ অবাক হয়ে বলেন, ‘তুমি বিরাট কোহলিকে চেনো না!’

আরও পড়ুন

বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো কিংবদন্তির চাহনি দেখে বোঝা যাচ্ছিল, কোহলি লোকটা কে—তিনি মনে করার চেষ্টা করছেন। কিন্তু বিফল মনোরথে স্পিডকে পাল্টা প্রশ্ন করে জানতে চান, ‘সে কে? খেলোয়াড়?’

স্পিড ততক্ষণে মুঠোফোনে কোহলিকে চেনানোর চেষ্টা করছিলেন রোনালদোকে, এর পাশাপাশি বলছিলেন, ‘সে ক্রিকেট খেলোয়াড়।’ রোনালদো উত্তর দেন, ‘সে এখানে (ব্রাজিলে) তেমন জনপ্রিয় না।’

ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও
এক্স

স্পিড এরপর রোনালদোকে বোঝানোর সুরে বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, সে সেরা। সে বাবর আজমের মতো।’ স্পিড এরপর কোহলির ছবি দেখিয়ে দুবার ব্যালন ডি’অরজয়ীর কাছে জানতে চান, ‘তুমি তাকে কখনো দেখোনি?’

রোনালদোর এক শব্দে উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই।’ অর্থাৎ কোহলির ছবি দেখেছেন, তবে ভুলে গেছেন। এরপর দুজনই হেসে ফেলেন।

আরও পড়ুন

জনপ্রিয় ইউটিউবার ‘আইশোস্পিড’-এর আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। বিখ্যাত এই লাইভস্ট্রিমার ইউটিউবে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের একজন। কৌতুক করার দক্ষতার কারণে ভীষণ জনপ্রিয় ইউটিউবার পরিচিতি পেয়েছেন ‘স্পিড’ নামে। তিনি আবার পর্তুগিজ কিংবদন্তি রোনালদোর পাগলভক্তও। আর এ নিয়েই মজার এক ঘটনাও ঘটেছে।

জনপ্রিয়তাই কোহলিই এখন ক্রিকেটের সবচেয়ে বড় তারকা
এএফপি

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো স্পিডকে নিয়ে গিয়েছিলেন নিজের গেমিং কক্ষে। সেখানে গিয়ে তো স্পিডের চক্ষু চড়কগাছ! রোনালদোকে তিনি বলেন, ‘তোমার তো পুরো গেমিং সেটআপ আছে!’ এরপর কক্ষের দেয়াল আলমারিতে তাকিয়ে দেখেন রোনালদোর জেতা একটি ব্যালন ডি’অর ট্রফি। সেই ট্রফি হাতে নিয়ে স্পিড চুমু খাওয়ার সময় রোনালদো বলেন, ‘ক্রিস্টিয়ানো এবং মেসির আমার চেয়ে বেশি ব্যালন ডি’আর ট্রফি আছে। আমার আছে দুটো।’

আরও পড়ুন

রোনালদোর এই কথা শুনেই স্পিডের চোখমুখ যেন খুব সিরিয়াস হয়ে গেল! মুখচোখ শক্ত করে বললেন, ‘না, মেসি নয়, রোনালদোর (ব্যালন ডি’অর) বেশি আছে।’ আর্জেন্টাইন (৮) এবং পর্তুগিজ কিংবদন্তি (৫) ক্যারিয়ারে কতগুলো ব্যালন ডি’অর জিতেছেন সেটি নিশ্চয়ই স্পিডের অজানা নয়। কিন্তু তিনি পর্তুগিজ ফরোয়ার্ডের অনেক বড় ভক্ত বোঝাতেই সম্ভবত মুখচোখ সিরিয়াস করে পাল্টা যুক্তি দিয়ে একটু কৌতুক করেছেন। রোনালদো ব্যাপারটি বুঝতে পেরে তাঁর কাছে জানতে চান, ‘তুমি মেসির চেয়ে রোনালদোকে বেশি পছন্দ করো?’

স্পিড উত্তরে যা বলেছেন তা শুনলে যেকোনো মেসি–ভক্তেরই হৃদয় ভাঙতে পারে, ‘আমি মেসিকে পছন্দ করি না। সে খাটো এবং ফালতু। ক্রিস্টিয়ানো তার চেয়ে ভালো।’ রোনালদো এমন কথা শুনে হো হো করে হেসে ফেলেন। পাশ থেকে একজন তাঁকে ধরিয়ে দেন, ‘সে (স্পিড) ক্রিস্টিয়ানোর ভক্ত।’ কিন্তু রোনালদো কোনো পক্ষ নেননি। নিরাপদ পথ বেছে নিয়ে বলেছেন, ‘আমি দুজনকেই পছন্দ করি।’

আরও পড়ুন