আইসিসি মাসসেরার মনোনয়নে বাবর–টেক্টরের সঙ্গে নাজমুলও

গ্রাফিকস: প্রথম আলো

আইসিসি মে মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত তিনজনের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি টেক্টরের সঙ্গে মনোনীত হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হাসানও।

বাংলাদেশ থেকে এর আগে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব দুবার মাসসেরা হয়েছেন আর মুশফিক একবার।

আরও পড়ুন

গত ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ৪-১ ব্যবধানে জয়ের এই সিরিজে ৫ ম্যাচে ৫৫.২০ গড়ে ২৭৬ রান করেন বাবর। ২টি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও তুলে নেন পাকিস্তানের অধিনায়ক। গত ৩ মে সিরিজের তৃতীয় ম্যাচে ইমাম-উল-হকের সঙ্গে শতরানের জুটি এবং তাঁর ৫২ রানের ইনিংস পাকিস্তানের ৬ উইকেটে ২৮৭ রান তোলায় বড় ভূমিকা রেখেছিল। পরে ৬ বোলার ব্যবহার করে জয়ও তুলে নেন বাবর। দুদিন পর চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি।

বাজে সময় পেছনে ফেলে এসেছেন নাজমুল
ফাইল ছবি: প্রথম আলো

মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করেন বাংলাদেশের নাজমুল হোসেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় বৃথা যায় তাঁন ৪৪ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে নাজমুলের চোখধাঁধানো সেঞ্চুরিতে ৪৫ ওভারের মধ্যে ৩২০ রান তাড়া করে জেতে বাংলাদেশ। ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল ৩ ছক্কা ও ১২ চারে শেষ পর্যন্ত ৯৩ বলে ১১৭ রান করেছিলেন। তৃতীয় ও শেষ ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি ১টি উইকেটও নেন নাজমুল।

আরও পড়ুন

চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজের আইরিশ ব্যাটিংয়ের স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করেন হ্যারি টেক্টর। বৃষ্টিতে পণ্ড হওয়া প্রথম ম্যাচে ২১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন টেক্টর।

৭টি চার ও ১০টি ছক্কা মেরেছিলেন। সপ্তম ওভারে ১৬ রানে আয়ারল্যান্ড ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন টেক্টর। ৪২তম ওভারে আউট হওয়ার আগে দানবীয় ইনিংসটি খেলেছিলেন তিনি।

আরও পড়ুন