অকল্যান্ডে বৃষ্টি হচ্ছেই, খেলা শুরু হবে কখন?

অকল্যান্ডে বৃষ্টির হানা।ছবি: বিসিবি

বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। শেষ পর্যন্ত অকল্যান্ডে হানা দিয়েছে বৃষ্টি। ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ–নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টি–টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।

বৃষ্টি রীতিমতো লুকোচুরি খেলাই খেলছে অকল্যান্ডে। একবার থামছে তো আরম্ভ হচ্ছে কিছুক্ষণ পরই। মাঠকর্মীরাও ব্যস্ত উইকেটের কভার সরাতে আবার সেটি দিয়ে উইকেট থাকতে।

কিছুক্ষণ আগে বৃষ্টি থামার পর একবার দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে গেছেন। এর পরপরই আবার বৃষ্টি শুরু হয়। মোটকথা এ মুহূর্তে খেলাটা কখন শুরু হবে, এ নিয়ে অনিশ্চয়তা আছে। আরও একটি তথ্যে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হতেই পারে। আজ নিউজিল্যান্ড সময় সকালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি টি–টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ২০ বলও হতে পারেনি।

আজকের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ঊরুর মাংসপেশির চোটের কারণে তিনি নেই। আজকের ম্যাচে মাহমুদউল্লাহর জায়গায় অধিনায়কত্ব করবেন লিটন।

খেলা নিয়ে এখন রয়েছে অনিশ্চয়তা। বৃষ্টি এভাবে লুকোচুরি খেলা খেলতে থাকলে অকল্যান্ডের এই ম্যাচটি আদৌ হবে কিনা, সেটি নিয়ে কিন্তু শঙ্কা–সংশয় থাকছেই।