অনায়াসেই তো জিতে যাচ্ছে শ্রীলঙ্কা!

বাংলাদেশের বোলাররা এমন উদযাপনের সুযোগ পাচ্ছেন কালেভদ্রে। ছবি: এএফপি
বাংলাদেশের বোলাররা এমন উদযাপনের সুযোগ পাচ্ছেন কালেভদ্রে। ছবি: এএফপি

২৩৮ রান ‘ডিফেন্ড’ করতে যে বোলিংটা দরকার ছিল, সেটি এখনো করতে পারেননি বাংলাদেশের বোলাররা। করবেন আর কখন! শ্রীলঙ্কান দুই ওপেনারকে ফেরাতেই ঘাম ছুটে গেছে বাংলাদেশ বোলারদের। তা ফেরানো গেলেও সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ২৩ ওভারে শ্রীলঙ্কা ২ উইকেটে করেছে ১৩৭ রান। জয়ের জন্য আর ১০২ রান চাই তাদের।

দিমুথ করুনারত্নকে (১৫) বোল্ড করে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ততক্ষণে শ্রীলঙ্কা তুলে ফেলেছে ৭১ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল পেরেরাকে নিয়ে আজ সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অভিষ্কা ফার্নান্দো। সেটি অবশ্য পারেননি। মোস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবালের ক্যাচ হওয়ার আগে ফার্নান্দো করেছেন ৮২। কুশল–ফার্নান্দোর দ্বিতীয় উইকেট জুটি যোগ করে ৫৮ রান।

বাংলাদেশ বড় কোনো লক্ষ্য ছুড়ে দিতে পারেনি শ্রীলঙ্কার সামনে। অবশ্য তামিমদের ২৩৮ রানই হয় না যদি মুশফিকুর রহিমের কাছ থেকে অপরাজিত ৯৮ রানের ইনিংসটা না আসত। লড়াকু ইনিংস খেলা বাংলাদেশ দলের অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান অবশ্য পরে কিপিং করতে নামেননি।