অনুশীলনে অনেক পরিশ্রম করছে বাংলাদেশ দল

দলের ব্যর্থতার কারণ অনুশীলনের ঘাটতি নয়ছবি: প্রথম আলো

তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিরপুরের উইকেটের ধাঁধা মেলাতে ব্যর্থ হলেও পাকিস্তান বেশ অনায়াসে হারিয়েছে বাংলাদেশকে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পেছনে পাকিস্তান অধিনায়ক বলেছেন দল হয়ে খেলার কথা। ছন্দ ধরে রেখে ম্যাচ শেষ করায় দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন বাবর।

ওদিকে বাংলাদেশও একটা ছন্দের মধ্যে দিয়ে যাচ্ছে। এ নিয়ে টানা সাত ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যাটিংয়েও ধারাবাহিকভাবে ব্যর্থ দল। গতকাল হারের পরও কিছু উজ্জ্বল মুহূর্ত খুঁজে পেয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ সিরিজ হারের পর ওভাবে আলাদা করে কারও পারফরম্যান্সের কথা বলতে পারেননি। শুধু বলেছেন অনুশীলনে অনেক পরিশ্রম করছেন দলের সবাই।

রিভার্স সুইপের অনুশীলন করে ম্যাচে সে শটেই আউট হয়েছেন আফিফ
ছবি: প্রথম আলো

প্রথম ম্যাচে প্রথম ১০ ওভার ডুবিয়েছে বাংলাদেশকে। ৪ উইকেট হারিয়ে মাত্র ৪০ রান তোলা বাংলাদেশ মাত্র ১২৭ করতে পেরেছিল। আজ সে তুলনায় ভালো শুরু পেয়েছিল দল। ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছিল বাংলাদেশ। তবু রানটা গতকালের চেয়ে ১৯ কম করেছেন মাহমুদউল্লাহরা। শেষ ১০ ওভারে আজ ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৪ রান করেছে বাংলাদেশ!

ম্যাচ শেষে হারের কারণ ঘাটতে গিয়ে তাই খুব বেশি ভাবতে হয়নি মাহমুদউল্লাহকে, ‘আমরা ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত (নাজমুল হোসেন) ভালো ব্যাট করেছে। আমি আর শান্ত চেষ্টা করেছিলাম একটা জুটি গড়তে। কিন্তু শেষ কয়েক ওভার কাজে লাগাতে পারিনি।’

বোলারদের পারফরম্যান্সে তৃপ্ত অধিনায়ক
ছবি: প্রথম আলো

১৫ বল খেলে থিতু হয়েও ১২ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ৭৯ রানে অধিনায়কের বিদায়ের পর নাজমুলও (৪০) ফিরেছেন দলকে ৮২ রানে রেখে। এটাই বাংলাদেশের ইনিংসকে থমকে দিয়েছে, ‘আমাদের মতো দলের অন্তত ১৫ ওভার পর্যন্ত একজন সেট ব্যাটসম্যানের থাকা দরকার। আমরা সেটা করতে পারিনি।’

দলের টানা হারের কারণ খুঁজছেন অধিনায়কও। কারণ, হারের বৃত্ত থেকে বের হতে সর্বোচ্চ চেষ্টাই নাকি করছে দল, ‘ছেলেরা অনুশীলনে অনেক পরিশ্রম করছে। ক্যাচ ধরছে, সবকিছু ঠিকঠাক করছে। কিন্তু (ম্যাচে) সুযোগ হাতছাড়া করছে।’

সিরিজের হারের মধ্যেও ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন অধিনায়ক, ‘গত পাঁচ-ছয় মাসে আমাদের বোলিং আক্রমণ অসাধারণ খেলছে। পেস ও স্পিন দুই বিভাগই ভালো করছে। এখন ব্যাটিং বিভাগকে নিজেদের কাজটা করতে হবে।’