অবশেষে মুখ খুললেন হাসান আলী

হাসান আলীছবি: রয়টার্স

১১ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাথু ওয়েডের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচটি এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে এরই মধ্যে বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান। কিন্তু দুঃস্বপ্ন ভুলতে পারছিলেন না হাসান আলী।

সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ সময়ে ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলেছেন পাকিস্তানি পেসার। এরপর টানা তিন ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ওয়েড। ম্যাচ শেষে হারের পেছনে সে ক্যাচ ফেলার কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা হয়েছে তাঁর। অবশেষে ওই ক্যাচ ফেলা ও বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন হাসান আলী।

বাবর হারের কারণ হিসেবে ক্যাচ ছাড়ার কথা বলেছিলেন
ছবি: টুইটার

এ বিশ্বকাপে শুরু থেকেই ফর্মে ছিলেন না পাকিস্তানি এই পেসার। ৬ ম্যাচে মাত্র ৫ উইকেট পেয়েছেন। ওভার প্রতি ৯ রান দিয়েছেন, ৪১.৪০ গড়ে উইকেট পেয়েছেন। সেমিফাইনালেও খুব বাজে বোলিং করেছেন তিনি। ৪ ওভার বোলিং করে কোনো উইকেট না পেয়ে খরচ করেন ৪৪ রান। তার ওপর শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটে ম্যাথু ওয়েডের সহজ ক্যাচ হাতছাড়া করেন। ওই ওভারের শেষ তিন বলে তিন ছক্কা মেরে খেলা শেষ করে দেন ওয়েড।

সেমিফাইনালে পাকিস্তানের সব পেসারই হতাশ করেছেন
ছবি: এএফপি

পাকিস্তানি ভক্ত-সমর্থকেরা সেসব ক্ষোভ ঢেলেছেন হাসান আলীর ওপর। এর ওপর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ম্যাচ শেষে দায়টা ওভাবে এই পেসারের ঘাড়ে ফেলায় বারুদের স্তুপে আগুন ধরেছিল। হাসানকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। তাঁর স্ত্রী ভারতীয় বলে সমর্থকদের রোষানলে পড়েন।

এত সমালোচনায়ও এত দিন চুপ ছিলেন হাসান আলী, অবশেষে নীরবতা ভাঙলেন। এক টুইটের মাধ্যমে ভক্ত এবং সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় আপনারা সবাই আমার ওপর রেগে আছেন। কিন্তু আমার থেকে বেশি হতাশ কেউ হয়নি।’

বিশ্বকাপ ভালো কাটেনি হাসানের
ছবি: এএফপি

পাকিস্তানের হয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, ‘আমার প্রতি যেন আপনাদের প্রত্যাশা বদলে না যায়। আমি যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। ফলে আমি আবার পরিশ্রম শুরু করেছি। এ কঠিন সময় আশা করি আমাকে আরও অনেক শক্তিশালী হতে সাহায্য করবে।’
দুঃসময়ে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান হাসান, ‘ফোন, খুদে বার্তা, টুইট, পোস্ট এবং দোয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এগুলোর প্রয়োজন ছিল।’