অবসর নিয়েও নেননি গেইল

ক্রিস গেইলছবি : রয়টার্স

গতকালই বিদায় নিয়ে নিয়েছেন ক্রিস গেইল। আগেই অবসরের ঘোষণা দিয়ে দেওয়া ডোয়াইন ব্রাভোর মতোই ব্যাট উঁচিয়ে মাঠ ছেড়েছেন। নিজের শেষ ম্যাচ ধরে নিয়ে হারের মুহূর্তেও হাসতে হাসতে বল করেছেন। বোলিংয়ের মাঝে ডেভিড ওয়ার্নারের পকেটে কিছু আছে কি না খুঁজে দেখেছেন। তাঁর বলে আউট হওয়ায় দৌড়ে গিয়ে মিচেল মার্শকে জড়িয়ে ধরেছেন।


ম্যাচ শেষে অস্ট্রেলীয় দলের খেলোয়াড়দের দেওয়া গার্ড অব অনারও হাসিমুখে নিয়েছেন গেইল। এর সবই বিদায়ের ইঙ্গিত দেয়। কিন্তু ক্রিস গেইল বললেন, বিদায় বললেও বিদায় নিচ্ছেন না। ব্রাভোর মতো বিশ্বকাপেই অবসর নিচ্ছেন না তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ক্রিস গেইল ৯ বলে ১৫ রান করে আউট হন প্যাট কামিন্সের বলে। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে ব্যাট উঁচিয়ে তাঁর অভিবাদন জানানো দেখেই বিশ্ববাসীর কাছে সংকেত পৌঁছে যায়, অবসরে যাচ্ছেন বনের রাজা-তর্ক সাপেক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি গেইল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হয়ে ফেরার পথে ক্রিস গেইল
ছবি: এএফপি

এরপর ম্যাচের শেষভাগের ওই কাণ্ডগুলো তো ছিলই। কিন্তু ম্যাচ শেষে গেইল জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই পুরোপুরি অবসরে যাচ্ছেন না তিনি। নিজেকে নাকি ‘সেমিরিটায়ার্ড’ বলেই ভাবছেন, ‘আমি পুরোপুরি অবসরে যাইনি। আমাকে আপনারা সেমিরিটায়ার্ড বলতে পারেন। প্যাভিলিয়নে ফেরার পথে আমি দর্শক ও ভক্তদের সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম, তাই ওভাবে ব্যাট উঁচিয়ে ধরা।’


তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যে তাঁর শেষ, সেটাও স্বীকার করলেন, ‘হ্যাঁ, এটাই হতে যাচ্ছে আমার সর্বশেষ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আরেকটা বিশ্বকাপ খেলতে পারলে খুবই আনন্দিত হতাম, কিন্তু আমি জানি তা সম্ভব নয়।’ ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে গেইল জানান, অসাধারণ একটা ক্যারিয়ার পার করেছেন তিনি এবং এ নিয়ে তিনি খুবই গর্বিত।

ওয়ার্নারের সঙ্গে আলিঙ্গনরত
ছবি : রয়টার্স

পুরোপুরি অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন গেইল। ভবিষ্যৎ পরিকল্পনা জিজ্ঞাসা করা হলে জানান, দেশের মানুষের সামনে অবসরে যেতে চান তিনি, ‘আমি অবসরের ঘোষণা দিইনি, কারণ তারা (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড) আমাকে জ্যামাইকাতে একটা ম্যাচ খেলার সুযোগ দিয়েছে, যেন আমি আমার দেশের মানুষের সামনে অবসরে যেতে পারি এবং বলতে পারি, “হেই, তোমাদের অনেক ধন্যবাদ!” দেখা যাক, আমি সেই সুযোগ পাই কি না। যদি না পাই, আমি ব্রাভোর মতোই অবসরের ঘোষণা দেব এবং প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাব। কিন্তু এখনই আমি অবসরের ঘোষণা দিচ্ছি না।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই পুরোপুরি অবসরে যাচ্ছেন না গেইল
ছবি : রয়টার্স

প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৯ সালে ওয়ানডে ক্রিকেট অভিষেক হওয়া এই তারকা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক। ব্রায়ান লারার পর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তাঁর টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে।