অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না মুশফিক

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরপ্রথম আলো ফাইল ছবি

ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টি ম্যাচের সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। এর আগে বর্তমানে জৈব সুরক্ষাবলয়ের বাইরে থাকা মুশফিকের আসন্ন সিরিজে খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মা–বাবার অসুস্থতার কারণে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ না খেলে ১৪ জুলাই রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে যান মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তখনই অনিশ্চিত হয়ে পড়েন তিনি।

আমাদের প্রস্তাবে ক্রিকেট অস্ট্রেলিয়া না করে দিয়েছে। এ ব্যাপারে আর কিছু করার আছে বলে মনে হয় না। একটা নিয়ম যেহেতু আছে, সেটা তো মানতেই হবে।
নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী, বিসিবি

মুশফিকের মায়ের অবস্থা এখন মোটামুটি ভালো। বাবার শারীরিক অবস্থাও আগের চেয়ে উন্নতির দিকে। এ অবস্থায় মুশফিক চেয়েছিলেন দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে ফিরে অস্ট্রেলিয়া সিরিজটা খেলতে। কিন্তু তাঁর খেলা না খেলাটা তখন আর বিসিবির হাতে ছিল না। জৈব সুরক্ষাবলয় থেকে বের হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী মুশফিককে ১০ দিনের কোয়ারেন্টিন করেই দলে ঢুকতে হতো। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী কোয়ারেন্টিনে ঢোকার সময় শেষ হয়ে গেছে গতকালই।

এরপরও মুশফিক খেলতে চাওয়ায় এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বিসিবি। একটু আগে জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া নেতিবাচক মতামতই জানিয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ঢাকা থেকে মুঠোফোনে বলেছেন, ‘আমাদের প্রস্তাবে ক্রিকেট অস্ট্রেলিয়া না করে দিয়েছে। এ ব্যাপারে আর কিছু করার আছে বলে মনে হয় না। একটা নিয়ম যেহেতু আছে, সেটা তো মানতেই হবে।’

বাবা–মার অসুস্থতা কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম।
ফাইল ছবি: প্রথম আলো

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরে সতর্ক অস্ট্রেলিয়া দল জৈব সুরক্ষাবলয়ের ব্যাপারে বিসিবিকে বেশ কিছু কঠিন শর্তই দিয়েছে। তার একটি ক্রিকেটারদের এই সিরিজের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে হবে ১০ দিনের কোয়ারেন্টিন করে।

তবে জিম্বাবুয়েতে বাংলাদেশ দল যেহেতু জৈব সুরক্ষাবলয়ের মধ্যেই আছে, দলে থাকা ক্রিকেটারদের হারারে থেকে ফিরে কোয়ারেন্টিন করতে হবে না। দেশে ফিরে সরাসরিই তাঁরা আবার জৈব সুরক্ষাবলয়ে ঢুকে যাবেন, বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন হোটেলে। জরুরি কারণে দেশে ফিরে না গেলে মুশফিকের ক্ষেত্রেও সেটিই হতো।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের পাঁচটি ম্যাচ হবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাড়া করা বিশেষ বিমানে আগামী ২৯ জুলাই অস্ট্রেলিয়া দলের ঢাকায় পৌঁছার কথা। জৈব সুরক্ষাবলয়ে থেকে আসছেন বলে ঢাকায় তিন দিনের কোয়ারেন্টিন করে অনুশীলনে নেমে যাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের পাঁচটি ম্যাচ হবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। দিবারাত্রির প্রতিটি ম্যাচই শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়।