অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করলেন ওয়ার্নার

৫৬ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ৮ উইকেটের জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচসেরা ওয়ার্নার। বাঁহাতি এ ওপেনার ইনিংসটি যেভাবে গড়েছেন তাতে মনে হতেই পারে, শেষ পর্যন্ত বুঝি ফর্মে ফিরলেন।

বড় ইনিংস খেলে রানে ফিরলেন ওয়ার্নারছবি: এএফপি

ডেভিড ওয়ার্নার রানের মধ্যে নেই—টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই ফিসফাস চলছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে সেভাবে রান না পাওয়ায় ফিসফাসটা উচ্চকিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে ফিফটি তুলে নিয়ে সমালোচনার পথ কিছুটা হলেও বন্ধ করেন অস্ট্রেলিয়ান ওপেনার।

কিন্তু পরের দুই ম্যাচে আবারও রানখরা। শেষ পর্যন্ত আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ইনিংস খেলে নিজের দলকে আশ্বস্ত করলেন ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন ওয়ার্নারের কাছ থেকে ধারাবাহিকতার আশা করতেই পারে অস্ট্রেলিয়া।

৫৬ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ৮ উইকেটের জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচসেরা ওয়ার্নার। বাঁহাতি এ ওপেনার ইনিংসটি যেভাবে গড়েছেন তাতে মনে হতেই পারে, শেষ পর্যন্ত বুঝি ফর্মে ফিরলেন।

৪ ছক্কা ও ৯ চারের ইনিংসে ২৯ বলে ফিফটি তুলে নেন ওয়ার্নার। জমাট ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর স্ট্রোক-প্লে ছিল দ্যুতি ছড়ানো। ১৫৭ রান তাড়া করতে নেমে ওয়ার্নারের হাল ধরা ব্যাটিংয়ের পর তাঁকে নিয়ে দুশ্চিন্তা কমার কথা অস্ট্রেলিয়ার।

ম্যাচসেরার পুরস্কার হাতে ওয়ার্নারও বললেন স্বস্তির কথা, ‘উইকেটে শেষ পর্যন্ত থাকতে পেরে ভালো লাগছে। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছি। প্রথম দুই বল খেলার পরই আত্মবিশ্বাস পেয়েছি।’