অস্ট্রেলিয়াকে তিনে ঠেলে শীর্ষে ভারত

বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পর ভারতের রোহিত শর্মা, অজিঙ্কা রাজানে, চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্র অশ্বিন।ছবি: টুইটার

৩২ বছর ধরে যে দুর্গ কেউ জিততে পারেনি, সেই দুঃসাধ্যই আজ সাধন করল ভারত। টেস্ট জিতে ব্রিসবেনের গ্যাবায় রচনা করল ইতিহাস।

ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফিও নিজেদের কাছেই রাখলেন পন্ত-রাহানেরা। সুসংবাদ এখানেই শেষ হচ্ছে না ভারতীয় দলের জন্য। ম্যাচ শেষে জেনেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে ভারত, অস্ট্রেলিয়াকে নামিয়েছে তিনে।

এই টেস্ট জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩০-এ। শতকরা পয়েন্টের হিসাবেও শীর্ষে ভারতীয়রা। শতকরা ৭১.৭ পয়েন্ট দলটির।

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা ১৩ ম্যাচে ৯টি জিতেছে ভারত, ড্র করেছে ১টিতে, হেরেছে বাকি ৩টিতে।

করোনায় নির্ধারিত সব ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় দলগুলো যতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে, সেই ম্যাচের মোট পয়েন্টের শতকরা হিসাব ধরেই তালিকা সাজানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সেই হিসাবে শতকরা ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।

৪২০ পয়েন্ট পাওয়া কিউইরা মোট পয়েন্ট হিসাব করলেও দুইয়ে থাকত। ভারতের কাছে সিরিজ হারা অস্ট্রেলিয়া শতকরা ৬৯.২ পয়েন্ট নিয়ে আছে তিনে। শতকরা ৬৫.২ পয়েন্ট নিয়ে চারে থাকা ইংল্যান্ডও আছে আগামী জুনের ফাইনালে ওঠার লড়াইয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়েও এগিয়েছে ভারত। শীর্ষ দল নিউজিল্যান্ডের সমান ১১৮ রেটিং পয়েন্ট পেলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে দুইয়ে ভারতীয়রা।

গত ৬ জানুয়ারি প্রকাশিত আগের র‌্যাঙ্কিংয়ে ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ভারত। আগের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া তিনটি রেটিং পয়েন্ট হারিয়ে নেমে গেছে তিনে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলা ইংল্যান্ড ১০৬ পয়েন্ট নিয়ে আছে চারে। পরের পাঁচটি স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৮৬), পাকিস্তান (৮২), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) ও বাংলাদেশ (৫৫)।