অস্ট্রেলিয়ার তেতো ৩৬–ই ভারতের অমৃত

ভারত কি পেছনে ফেলতে পারবে অ্যাডিলেডের দুঃস্বপ্ন?ছবি: এএফপি

অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ১৯১। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ১৯৫। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথম ইনিংসে দুই শ ছাড়ায়নি অস্ট্রেলিয়ার রান। পুরো কৃতিত্বই ভারতের বোলারদের। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাও চোখে পড়েছে অনেকের। আরও চোখে পড়েছে একটি পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানে ফিরে আসছে সেই ৩৬!

না, এই ৩৬-এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিরা নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে (৩৬) গুটিয়ে যাওয়ার পর সংখ্যাটা লেবুর মতো কচলাতে কচলাতে তেতো হয়ে পড়েছে। তবে এই ৩৬-এর স্বাদ তেতো লাগবে শুধু অস্ট্রেলিয়ারই, ভারতের কাছে লাগার কথা সুস্বাদু!

তিন যুগ পর ঘরের মাঠে টানা দুই টেস্টে প্রথম ইনিংসে ২০০ করতে পারেনি অস্ট্রেলিয়া।
ছবি: এএফপি

ঘরের মাঠে পর পর দুই টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দুই শ-র নিচে অলআউট হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছে ৩৬ বছর আগে ১৯৮৪ সালে, ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেবার পার্থে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় মাত্র ৭৬ রানে। ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নারদের সামনে দাঁড়াতেই পারেনি কিম হিউজের অস্ট্রেলিয়া। পরের টেস্ট ব্রিসবেনে। সেখানেও একই চিত্র। তবে এবার অপেক্ষাকৃত ভালো ব্যাটিং করে স্বাগতিকেরা, প্রথম ইনিংসে ১৭৫ রান।

৩৬ বছর পর ভারতীয় বোলিং লাইনআপের সামনে একই বিপর্যয়ের শিকার অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, উমেশ যাদবের সঙ্গে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। চার বোলার মিলে পরীক্ষা নেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। নিজেদের ব্যাটিংয়ের কারণে প্রথম টেস্ট হারলেও ভারত অ্যাডিলেডে প্রথম দুই দিন পিছিয়ে ছিল না।

৬০ বছরের মধ্যে কোনো ইনিংসেই দলীয় সংগ্রহ দুই শ পার না করে অস্ট্রেলিয়া টেস্ট জিতেছে মাত্র চারবার, অ্যাডিলেড টেস্ট তার মধ্যে সাম্প্রতিকতম।

অ্যাডিলেড থেকে এ পর্যন্ত কোনো ইনিংসেই দুই শ পার করতে পারেনি অস্ট্রেলিয়া। এর মধ্যে অ্যাডিলেডে নিজেদের দ্বিতীয় ইনিংসে অবশ্য জয়ের জন্য মাত্র ৯০ রানের লক্ষ্যই পেয়েছিল স্বাগতিকেরা।

সে যা-ই হোক, ৬০ বছরের মধ্যে কোনো ইনিংসেই দলীয় সংগ্রহ দুই শ পার না করে অস্ট্রেলিয়া টেস্ট জিতেছে মাত্র চারবার, অ্যাডিলেড টেস্ট তার মধ্যে সাম্প্রতিকতম। এর আগে ২০০১ সালে ট্রেন্টব্রিজ, ১৯৯০ সালে ব্রিসব্রেন এবং ১৯৮১ সালে ট্রেন্টব্রিজে এভাবে টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। শেষ তিন দফায় প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।