অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন সেঞ্চুরি রোহিত ছাড়া কারও নেই

একটা সেঞ্চুরি হয়েই গেল রোহিতের।ছবি: এএফপি

দিন শেষে ভারতের রান ২ উইকেটে ৯৬ রান। রোহিত শর্মা ও শুভমান গিল—দুই ওপেনারই আউট হয়ে গেছেন। তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিডনি টেস্টের দ্বিতীয় দিনের পর রোহিতের সেঞ্চুরির প্রসঙ্গ আসে কোত্থেকে?

শিরোনাম দেখে এমন ভাবনা এসে থাকলে সন্দেহটা আগে দূর করা যাক। এই সেঞ্চুরি ইনিংসে তিন অঙ্কের রানের নয়, এই সেঞ্চুরি ছক্কার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ছক্কার সেঞ্চুরি করেছেন রোহিত, আন্তর্জাতিক ক্রিকেটে যে কীর্তি আর কারও নেই!

অস্ট্রেলিয়া সিরিজে এটিই তাঁর প্রথম ইনিংস বলে এমনিতেই রোহিতের দিকে আজ নজর ছিল। রানের হিসাবে সেভাবে কিছু করতে পারেননি ভারতীয় ওপেনার। সিরিজে তাঁর প্রথম ইনিংসে জশ হ্যাজলউডের বলে হ্যাজলউডেরই ক্যাচের শিকার হওয়ার আগে ৭৭ বলে করেছেন ২৬ রান। তাতে চার ৩টি, ছক্কা ১টি। ২৭তম ওভারের শেষ বলে তাঁর আউট দিয়েই ভারতের ৭০ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

তবে আউট হওয়ার আগে ওই একটা ছক্কা মেরেই কীর্তিটা গড়েছেন রোহিত। ভারতের ইনিংসের ১৬তম ওভারে নাথান লায়নের বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কাটা মেরেছেন রোহিত। তাতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর ছক্কার সংখ্যা ছুঁয়েছে তিন অঙ্ক।

অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এক শ ছক্কা মারার কীর্তি আর কারও না থাকলেও, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো এক দলের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের ১০০ ছক্কার কীর্তি এর আগেও একবার দেখেছে ক্রিকেট। সেটি ক্রিস গেইলের, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার ছক্কার সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। গেইলের ছক্কার সেই রেকর্ড ছুঁতে অবশ্য বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে রোহিতকে। ইংলিশদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে গেইলের ছক্কা ১৩০টি।

মজার ব্যাপার, একই দলের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে তিন নম্বরেও গেইলেরই নাম—নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৭টি ছক্কা মেরেছেন স্বস্বীকৃত ‘ইউনিভার্স বস’। চারে শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ৮৬টি ছক্কা মেরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ ছক্কা নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছেন নিউজিল্যান্ডকে আধুনিক ক্রিকেট খেলা দলে পরিণত করার অন্যতম বড় কারিগর—সাবেক নিউজিল্যান্ড ওপেনার ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ছক্কা মারায় গেইলের ওপর কেউ নেই।
ছবি: টুইটার

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য কুইজ হতে পারে, কোনো এক দলের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি কার? উত্তর মিলিয়ে নিন—তামিম ইকবাল, জিম্বাবুয়ের বিপক্ষে—৪৫টি। সব মিলিয়ে ‘এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার’ তালিকায় তামিম ৫২ নম্বরে। তালিকায় ২০০-এর মধ্যে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান নেই! ২২২ নম্বরে আছেন মুশফিকুর রহিম, তিনি ২৬টি ছক্কা মেরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

রোহিতের কীর্তিতে ফেরা যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় রোহিতকে পেরোনো অবশ্য শিগগিরই কারও সম্ভব হবে কি না, তা আলোচনার বিষয়। তালিকার দুইয়ে থাকা ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের ছক্কা যে ৩৭টি কম! ম্যাককালাম ৬১ ছক্কা নিয়ে আছেন তালিকার তিন নম্বরে। ভারতের দুজন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৬০টি করে ছক্কা নিয়ে যৌথভাবে তালিকার চার নম্বরে।

গেইল, রোহিতের পরই আছেন আফ্রিদি।
ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিতের ১০০ ছক্কার ১৬টিই অবশ্য এসেছে এক ইনিংসেই! ২০১৩ সালের নভেম্বরে, বেঙ্গালুরুতে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরি করার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন রোহিত! ওয়ানডেতে এক ইনিংসে তখন পর্যন্ত সেটিই ছিল সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ২০১৫ সালে মাসখানেকের ব্যবধানে এই রেকর্ড ছুঁয়েছেন যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও ক্রিস গেইল (জিম্বাবুয়ের বিপক্ষে)। আর গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১৭টি ছক্কা মেরে রেকর্ডটা নিজের করে নিয়েছেন মরগান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০তম ছক্কাটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা হলো ৪২৪। এ তালিকায় অবশ্য রোহিতের ওপরে আরও দুজন আছেন। ৫৩৪টি ছক্কা নিয়ে সবার ওপরে গেইল। দুইয়ে আফ্রিদি, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছক্কা ৪৭৬টি। সেরা পাঁচে রোহিতের পরে আছেন ম্যাককালাম (৩৯৮ ছক্কা) ও ধোনি (৩৫৯)।