আইপিএল খেলা কামিন্স চান না ভারতে বিশ্বকাপ হোক

প্যাট কামিন্স।ছবি: আইপিএল

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সামলাচ্ছে ভারত। এর মধ্যেই এপ্রিলের বড় একটা সময় দেশটি ব্যস্ত ছিল আইপিএল নিয়ে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের টানে ছুটে এসেছিলেন বিশ্বের প্রায় সব তারকাও। কিন্তু একদিকে যেখানে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ছে, অপরদিকে সেখানে ঢাকঢোল পিটিয়ে এভাবে আইপিএলের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল। একের পর এক শহরে আইপিএলের আট দলের খেলোয়াড়, কোচ ও সহযোগী কর্মীদের জন্য জৈব সুরক্ষা বলয় সৃষ্টি করতে গিয়ে জরুরি সেবার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এমন কথাও শোনা গেছে।

ক্রিকেটার ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এ পরিস্থিতিতে অবশ্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। জরুরি অক্সিজেন সরবরাহ ও অন্যান্য সেবা দানের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন সংস্থাকে দান করেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আর এর শুরুটা করে দিয়েছেন প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সে খেলা এই অস্ট্রেলিয়ানই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ মোদির তহবিলে ৫০ হাজার ডলার দান করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ভারতের জন্য কামিন্সের ভালোবাসা সেদিনই টের পাওয়া গেছে। সে ভালোবাসার টান থেকেই এখন এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার বলছেন, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না হওয়াই ভালো।

গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড অবশেষে হাল ছেড়েছে। আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চার দলেই করোনা সংক্রমণের খবর আসার পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। এরই মধ্যে এই টুর্নামেন্টের বাকিটা আয়োজনের জন্য ইচ্ছার কথা জানিয়েছে কিছু ইংলিশ কাউন্টি দল। সংযুক্ত আরব আমিরাতেও আইপিএল আয়োজনের সম্ভাবনা জেগেছে। আর্থিক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বিসিসিআই নতুন করে আন্তর্জাতিক সূচির মধ্যে ফাঁক খুঁজছে, যাতে সুযোগ পেলেই আইপিএল চালু করা যায়।

এর মধ্যেই আবার আরেকটি দুশ্চিন্তা শুরু হয়েছে বিসিসিআইয়ের। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি, এর মধ্যেই তৃতীয় ঢেউ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা এর মধ্যেই বলে দিয়েছেন, ভারতে তৃতীয় ঢেউ আসবে, সেটা নিয়ে এখন থেকেই প্রস্তুত হওয়া দরকার। ফলে আগামী অক্টোবরে ভারতে ১৬টি আন্তর্জাতিক দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কি না, এ নিয়ে প্রশ্ন জাগছে। এর মধ্যে ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করা হয়েছে।

আইপিএল শেষ করা গেল না, করোনার বাজে পরিস্থিতিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত করতে পারবে কিনা, প্রশ্ন উঠছে।
ছবি: আইসিসি

প্যাট কামিন্সের ধারণা, এখন পর্যন্ত ভারতে যে অবস্থা, তাতে বিশ্বকাপ আয়োজন করার চিন্তাভাবনা না করাই ভালো। বিশ্বকাপ আয়োজন করতে হলে বিশাল অবকাঠামোগত খরচ তো আছেই, সেই সঙ্গে করোনার কারণে জৈব সুরক্ষা বলয় সৃষ্টিতেও অনেক অর্থ খরচ হবে। তাই বিশ্বকাপ নয়, ভারতের মানুষকে সুরক্ষা দিতেই এখন সম্পদ ব্যয় করা উচিত বলে ধারণা কামিন্সের, ‘যদি বিশ্বকাপ আয়োজন করায় সম্পদে টান পড়ে কিংবা (বিশ্বকাপ আয়োজন) নিরাপদ না হয়, আমার মনে হয় না সেখানে বিশ্বকাপ হওয়া ঠিক। আমাদের উচিত প্রথমে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা।’

অস্ট্রেলিয়ান পত্রিকা এজ-এর সঙ্গে কথোপকথনে করোনার এই তীব্রতার মধ্যেও ভারতে কেন আইপিএল হচ্ছিল, সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল কামিন্সের কাছে। অস্ট্রেলিয়ান সরকার ভারত থেকে ফেরা মানুষকে সরাসরি অস্ট্রেলিয়ায় ঢুকতে দিচ্ছে না। আগে ১৪ দিনের জন্য ভারতের বাইরে কোথাও কোয়ারেন্টিন করতে হবে তাদের। সে নিয়ম মানার জন্য এখন মালদ্বীপে আশ্রয় নিয়েছেন কামিন্স। সেখান থেকেই এবার ভারতে আইপিএল আয়োজনের পক্ষে সাফাই গাইলেন কামিন্স, ‘গত বছর আরব আমিরাতের আইপিএল দারুণ ছিল। খুবই দারুণভাবে চলেছে সবকিছু। কিন্তু কোটি কোটি মানুষ বলছিল, এবার এটা ভারতে হওয়া উচিত। তো আপনি কী করবেন? আপনি দুই দিকই দেখতে পাচ্ছেন। সবার ভালো পরামর্শ নিয়েই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।’

কামিন্স অবশ্য এখনো ভারতে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। হাতে আরও ছয় মাস আছে, ফলে মহামারির রূপ তখন কেমন দাঁড়ায়, সেটিও বিবেচনায় রাখছেন এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।