আইপিএল নিয়ে সাফাই চলছেই সৌরভের

আইপিএল নিয়ে সাফাই গেয়েই যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী।ছবি: ফাইল ছবি

ভারতে করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপের মধ্যে আইপিএল চলা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় করোনার সংক্রমণ ঘটায় আইপিএল স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবু থামেনি সমালোচনা। এক আইনজীবি তো করোনার মধ্যে আইপিএল চালানোর বিরুদ্ধে মামলাও করেছেন। বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে এ নিয়ে পরিষ্কার ব্যাখ্যার অপেক্ষায় ছিলেন অনেকেই। স্থগিত হওয়ার আগে করোনার মধ্যে বোর্ডের আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইলেন সৌরভ।

বিসিসিআই সভাপতির ব্যাখ্যা, জৈব সুরক্ষিত পরিবেশ ধরে রেখে কোভিড–১৯ ভাইরাস এড়িয়ে থাকা খুব কঠিন। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের উদাহরণও টানেন ভারতের সাবেক এ অধিনায়ক। জৈব সুরক্ষিত পরিবেশ প্রিমিয়ার লিগেও ধরে রাখা হচ্ছে। কিন্তু সেখানেও বেশ আগে থেকে করোনার সংক্রমণ ঘটেছে, এখনো সংক্রমিত হচ্ছেন দু–একজন। তবে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আইপিএলের জৈব সুরক্ষিত পরিবেশ লঙ্ঘিত হয়েছে এমন প্রতিবেদন বোর্ড পায়নি।

আইপিএলের জৈব সুরক্ষা বলয় লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন না সৌরভ
ফাইল ছবি

‘আমার মনে হয় না। আমরা যে প্রতিবেদন পেয়েছি, তাতে জৈব সুরক্ষিত পরিবেশ লঙ্ঘিত হয়নি। এটা (সংক্রমণ) কীভাবে ঘটল, তা বলা খুব কঠিন। ভারতে কীভাবে এত লোক সংক্রমিত হচ্ছে, সেটাও বলা খুব কঠিন’—বলেন বিসিসিআই সভাপতি। এবার আইপিএল স্থগিত হওয়ার আগে চারটি ফ্র্যাঞ্চাইজি দলে করোনার সংক্রমণ ঘটেছে। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসে ছোবল মেরেছে করোনা। সর্বশেষ খবর হলো, চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসিও সংক্রমিত হয়েছেন কোভিড–১৯ ভাইরাসে।

গাঙ্গুলীর যুক্তি, বিশ্বজুড়ে পেশাদার জায়গায়গুলোয় করোনার সংক্রমণ ঠেকানো যায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পেশাদার লোকেরাই জৈব সুরক্ষিত পরিবেশে ভাইরাসের অনুপ্রবেশ ঠেকাতে পারছেন না। ইংল্যান্ডে করোনার দ্বিতীয় পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সংক্রমিত হয়েছেন ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের খেলোয়াড়েরা।’

আইপিএলে স্থগিত হওয়ার পর বাকি অংশ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিসিআই সভাপতি জানালেন, স্থগিত সূচি পুনরায় ঠিকঠাক করে তা বাস্তবে ফলানো খুব কঠিন। কারণ, হাতে সেই সময় নেই আর বিদেশি খেলোয়াড়দেরও তো তাঁদের দেশের খেলার জন্য ছাড়তে হবে, ‘প্রিমিয়ার লিগ ম্যাচের কিন্তু পুনরায় সূচি করা হয়েছে। তাদের মৌসুম ছয় মাস লম্বা, তারা এটা করতে পারে। আমাদের মৌসুম তেমন নয়, কম সময়ের মৌসুম। এ ছাড়া খেলোয়াড়দেরও তো তাদের জাতীয় দলের জন্য ছাড়তে হবে। আইপিএলের পুনরায় সূচি করে আয়োজন করা তাই খুব কঠিন।’