আইপিএল ফাইনালের জন্য টেস্টে থাকছেন না বোল্ট
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রস্তুতি চলছে নিউজিল্যান্ডের। গতকাল নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে গেছে কিউইরা। দলের মূল পেসার ট্রেন্ট বোল্টের অপেক্ষায় থাকা দলটি অবশ্য গতকালই একটা দুঃসংবাদ পেয়েছে। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকাল রাজস্থান রয়্যালস হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর সে সুবাদে লর্ডস টেস্টে খেলা হবে না ট্রেন্ট বোল্টের।
১৩ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছে রাজস্থান। আগামীকাল ২৯ মে গুজরাট টাইটানসের বিপক্ষে খেলতে নামবে দলটি। ওই দলের হয়ে নতুন বল সামলানোর দায়িত্বটা বোল্টের। কিন্তু ২৯ মে আইপিএল খেলে ইংল্যান্ডে গিয়ে আর টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফডটকম জানিয়েছে এ খবর।
এবার আইপিএলে ১৫ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন বোল্ট। গড় বা ওভারপ্রতি রান কোনোটিই সেরাদের তালিকায় জায়গা পাওয়ার মতো নয়। কিন্তু নতুন বলে প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার ক্ষমতাটা দারুণভাবে ব্যবহার করতে পারা এই বোলারকে ছাড়া রাজস্থানের বোলিং আক্রমণের কথা চিন্তাই করা যায় না।
গতকাল কাউন্টি নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পেসারদের মধ্যে বল করেছেন ম্যাট হেনরি, কাইল জেমিসন, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার। দ্বিতীয় ইনিংসে টিম সাউদিও খেলছেন। বোল্ট না যেতে পারায় লর্ডস টেস্টে সাউদি, জেমিসন, নিল ওয়াগনার ও ম্যাট হেনরিকেই দেখা যাবে বলে ধারণা। সে সঙ্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে না থাকা এজাজ প্যাটেলও থাকবেন বলে জানা গেছে। প্রথম ইনিংসে ৩২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন প্যাটেল।