আইপিএল বিদেশে হলেও ইংল্যান্ডের সঙ্গে দেশেই খেলতে চায় ভারত

দেশের মাটিতেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চান সৌরভ গাঙ্গুলী।ফাইল ছবি এএফপি

ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ। মৃত্যুর মিছিল এক লাখ ছুঁইছুঁই। করোনার জন্য আইপিএলের মতো ঘরোয়া আসর শেষ পর্যন্ত আরব আমিরাতে আয়োজন করতে বাধ্য হয়েছে ভারত। অথচ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্ট আর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় প্রতিবেশী রাষ্ট্রটি। বিষয়টি জানিয়েছেন স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী।

চলতি বছরই ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল বেন স্টোকসদের। করোনা মহামারি সবকিছু ওলটপালট করে দেওয়ায় সেটা আর হতে পারল কই! সিরিজগুলো আগামী বছর জানুয়ারি-মার্চে আয়োজন করতে আগ্রহী ভারত।

আরব আমিরাতে হচ্ছে এবারের আইপিএল।
ছবি: আইপিএল

কিন্তু কোথায় হবে সেই সিরিজ? ভারতে করোনা পরিস্থিতির যে অবস্থা, ইংল্যান্ড কি দেশটিতে যেতে চাইবে? এসব ভেবেই হয়তো সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হোম ম্যাচগুলো সেখানেও আয়োজন করতে পারে ভারত। তবে ইংল্যান্ডের সঙ্গে আগামী বছরের সম্ভাব্য সিরিজগুলো দেশের মাটিতেই আয়োজন করার চেষ্টা করবে বিসিসিআই।

এ বিষয় নিয়ে সৌরভ বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজগুলো আমরা ভারতেই করতে চাইব। আমরা চেষ্টা করব আমাদের মাঠে আয়োজন করতে। তবে সংযুক্ত আরব আমিরাতের সুবিধা হলো কাছাকাছি তিনটি স্টেডিয়াম আছে—আবুধাবি, শারজা ও দুবাই)।’

আমাদের ক্রিকেট আমরা নিজেদের দেশেই আয়োজন করতে চাই। যেখানে ক্রিকেটই সব। আপাতত আমরা কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
সৌরভ গাঙ্গুলী, বিসিসিআই সভাপতি

ভারতেও এ রকম একটি শহর আছে বলে উল্লেখ করেছেন সৌরভ, ‘আমাদের মুম্বাইয়েও একই সুবিধা আছে—কাছাকাছি ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। আমাদের শুধু জৈব সুরক্ষাবলয় তৈরি করতে হবে।’

আইপিএল দেশের বাইরে হচ্ছে, কিন্তু সৌরভ এমনটা আর করতে চান না। ক্রিকেট আয়োজন করতে চান দেশের মাটিতেই, ‘আমাদের ক্রিকেট আমরা নিজেদের দেশেই আয়োজন করতে চাই। যেখানে ক্রিকেটই সব। আপাতত আমরা কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ গত ছয়টা মাস সবার জন্যই খুব কঠিন ছিল বলে মনে করেন সৌরভ, ‘গত ছয় মাসে সবকিছু ঠিক রাখা খুব কঠিন ছিল। আপনি চাইবেন খেলা চালু রাখতে। জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরাতে চাইবেন আপনি।’

দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এরই মধ্যে রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফির মতো টুর্নামেন্টগুলো আয়োজন করত ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সম্ভব হচ্ছে না সেটি।

তবে ঘরোয়া ক্রিকেটও দ্রুত মাঠে ফেরানোর ব্যাপারে চেষ্টা করবেন সৌরভ, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের ঘরোয়া মৌসুম শুরু করতে চাই। সব রকমের পরিস্থিতির সঙ্গে সমন্বয় ঘটানোর জন্য প্রস্তুত আছি আমরা। এটি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’