আইপিএল যেখানে করোনার চেয়ে এগিয়ে

ভারতীয়দের কাছে আইপিএল ভীষণ জনপ্রিয় টুর্নামেন্টছবি: আইপিএল

ভারতীয়রা যে ক্রিকেট–পাগল, তা আরও একবার প্রমাণিত হলো। করোনাভাইরাস মহামারির মধ্যেও ক্রিকেটেই মজে ছিল বা আছে ভারতের মানুষ। তা না হলে করোনাভাইরাস মহামারিকে কীভাবে হারিয়ে দেবে আইপিএল!

নিশ্চয়ই ভাবছেন, আইপিএল কীভাবে হারাতে পারে করোনাভাইরাসকে? সেটি সার্চ ইঞ্জিন গুগলে। কোন বিষয়গুলোর খোঁজ কোন দেশে বেশি করা হয়—এই হিসেবে ভারতে করোনা পাত্তা পায়নি আইপিএলের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে ‘ইয়ার ইন সার্চ ২০২০’—বা এ বছর ভারতে গুগলে খোঁজা হয়েছে এমন বিষয়গুলোর মধ্যে আইপিএল শীর্ষে।

এরপর করোনা নিয়ে খোঁজাখুঁজি করেছে ভারতীয়রা, এমনকি যুক্তরাস্ট্রের নির্বাচনও নিয়েও ভারতীয়দের আগ্রহ কম ছিল আইপিএল ও করোনার তুলনায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন জায়গা পেয়েছে তিনে।

গুগলে গত বছর ভারতীয়রা এত বেশি আইপিএলের খোঁজ করেনি। তবে গত বছরও গুগলে ভারতের মানুষের খোঁজের তালিকায় সবার ওপরে ছিল ক্রিকেট—আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।

তা এবার ভারতীয়রা গুগল সার্চ ইঞ্জিনে এত বেশি আইপিএলের খোঁজ রেখেছে কেন? তার একটা কারণ হতে পারে, এবার করোনার কারণে আইপিএল মাঠে গড়ানো নিয়েই সংশয় ছিল। পরে সংযুক্ত আরব আমিরাতে তা আয়োজন করা হলেও গ্যালারিতে ছিল না কোনো দর্শক।

একে তো আইপিএল অনুষ্ঠিত হয়েছে দেশের বাইরে, তার ওপর গ্যালারিতে বসে ম্যাচগুলো দেখার উপায় ছিল না, তাই টিভি ও ইন্টারনেটই ছিল ভরসা। গত সংস্করণের তুলনায় এবার দেখার সংখ্যাও ২৮ শতাংশ বেড়েছে।

বিদেশ-বিভুঁইয়ে হওয়া আইপিএলের খবর সঠিক সময়ে পেতেই ভারতের মানুষ সার্চ ইঞ্জিন গুগলের আশ্রয় নিয়েছে। শুধু গুগলেই নয়, আইপিএল দেখার জন্য ভারতের মানুষ টেলিভিশনের পর্দায়ও চোখ রেখেছে আগের তুলনায় বেশি।

গত সংস্করণের তুলনায় এবার দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়াই তার প্রমাণ।

এবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস
ছবি: টুইটার

গুগলে ভারতীয়দের আকর্ষণ ছিল নির্ভয়া মামলা, লকডাউন, ভারত-চীন সম্পর্কের টানাপোড়েন নিয়ে। খেলার ক্ষেত্রে ভারতীয়রা আইপিএল ছাড়াও বেশি খুঁজেছেন চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের খবর।

এ ছাড়া মানুষের আগ্রহের মধ্যে ছিল ফ্রেঞ্চ ওপেন আর লা লিগাও। ইউরোপিয়ান খেলাধুলার বিভিন্ন ইভেন্ট ক্রীড়া ক্ষেত্রে ভারতীয়দের সবচেয়ে বেশি ‘সার্চ’ করার তালিকায় রয়েছে। তবে সব মিলিয়ে শীর্ষ দশে আছে নির্ভয়া মামলা, লকডাউন ও ভারত–চীন সম্পর্কের টানাপোড়েন।

ব্যক্তির প্রশ্নে ভারতের মানুষের বেশি আগ্রহ ছিল সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরেই ছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। মহারাষ্ট্র পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পরই খবরের শিরোনাম হন তিনি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন আর কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও ছিলেন ভারতীয়দের আগ্রহের তালিকার। গুগলে ভারতীয়দের ‘মোস্ট সার্চড পারসোনালিটিজ’–এর তালিকায় কিম চতুর্থ, অমিতাভ পঞ্চম।