আইপিএল শেষ মিচেল মার্শের

ব্যথায় কাতরাচ্ছেন মিচেল মার্শ।ছবি: বিসিসিআই

কে জানত শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে মিচেল মার্শের এবারের আইপিএল অভিযান? অ্যাঙ্কেলের চোট ছিটকে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের এই অস্ট্রেলীয় অলরাউন্ডারকে। অবশ্য এরই মধ্যে মার্শের বদলি বেছে নিয়েছে হায়দরাবাদ। মার্শের বদলে হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।

পরশু টুর্নামেন্টে হায়দরাবাদের প্রথম ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচে বল করতে গিয়ে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান মার্শ। বল হাতে এক ওভারও শেষ করতে পারেননি অস্ট্রেলীয় মিডিয়াম পেসার।

ওভারের দ্বিতীয় বলে মার্শের বিপক্ষে ব্যাট করছিলেন অ্যারন ফিঞ্চ। মিড অনের দিকে খেলেছিলেন ফিঞ্চ, সেটি ডান দিকে ঝাঁপিয়ে ধরার চেষ্টা করেন মার্শ। ওই সময় অ্যাঙ্কেলে চোট পান। একটু একটু খোড়াচ্ছিলেন তিনি। যদিও ওভারটা শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যথার তীব্রতায় সেটা আর হয়নি। মাত্র চার বল করেই সানরাইজার্সের ফিজিওর সহায়তায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে।

ওকে দেখে মোটেও ভালো মনে হয়নি। কিন্তু ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে সে।
ডেভিড ওয়ার্নার, হায়দরাবাদ অধিনায়ক

সাধারণত মিডল অর্ডারে ব্যাট করেন মার্শ। কিন্তু দলের প্রয়োজনে সেদিন দশ নম্বরে ব্যাট করতে নামতে হয়েছিল তাকে। যদিও খুব বেশি সময় মাঠে থাকতে হয়নি, প্রথম বলেই আউট হয়ে ফেরেন। হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ম্যাচ শেষে মার্শকে নিয়ে হতাশা লুকোতে পারেননি, ‘ওকে দেখে মোটেও ভালো মনে হয়নি। কিন্তু ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে সে। ’

এই বলটা ধরতে গিয়েই চোটে পড়েন মার্শ।
ছবি: বিসিসিআই

কত দিনের জন্য মার্শকে মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। তবে অস্ট্রেলিয়ার এই গ্রীষ্মের শুরুতে তাঁর মাঠে ফেরাটা সংশয় হতে পারে। আগামী মাস থেকেই শুরু হবে অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল।

মার্শ এবারের আইপিএল খেলতে এসেছিলেন দুর্দান্ত ফর্ম নিয়ে। এ মাসেই ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার তিনটি জয়ের দুটিতেই বড় অবদান ছিল মার্শের। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৪ লাখ ৮ হাজার ডলারে মার্শ ভাইদের ছোটজনকে কিনে নেয় হায়দরাবাদ।

এবারের আগে ২০১৭ সালের আইপিএল থেকেও চোটের কারণে বিদায় নিয়েছিলেন মিচেল মার্শ। সে বছর পুনে সুপার জায়ান্টাসের হয়ে খেলেছিলেন জিওফ মার্শ তনয়।