আইপিএলে ধারাভাষ্য দিয়ে গাভাস্কার, শাস্ত্রীদের আয় কত?

ধারাভাষ্যে ফিরছেন রবি শাস্ত্রীফাইল ছবি

রবি শাস্ত্রী অবশেষে আড়মোড়া ভাঙছেন। ভারতীয় দলের কোচের পদ থেকে সরে এসেছেন ছয় মাস হতে চলল, মাঝে এক বিজ্ঞাপনে দেখা দেওয়া ছাড়া তাঁর খুব বেশি সাড়াশব্দ পাওয়া যায়নি। দু–একটা সাক্ষাৎকার, আর অধিনায়কত্ব থেকে সরে যাওয়া বিরাট কোহলিকে নিয়ে দু-একটা কথা। ব্যস, এটুকুই।

এবার টানা দুই মাস তাঁর কথা শোনার ব্যবস্থা করা হচ্ছে। ২৬ মার্চ শুরু হচ্ছে আইপিএল। আইপিএলে বহুদিন পর ধারাভাষ্যকার শাস্ত্রীর দেখা মিলবে।

ধারাভাষ্যকক্ষে সাবেক সতীর্থ ও শিষ্যদের দেখাও পাবেন শাস্ত্রী। এবারের আইপিএলের ধারাভাষ্যকারের পূর্ণ তালিকা জানিয়ে দেওয়া হয়েছে গতকাল। সে সঙ্গে তাঁদের সম্ভাব্য আয়ের অঙ্কটাও জানানো হয়েছে।

সুনীল গাভাস্কার থাকছেন ইংরেজি ধারাভাষ্যে
ফাইল ছবি: এএফপি

এক সময় ভারতীয় ধারাভাষ্যকারদের মধ্যে রবি শাস্ত্রী বেশ জনপ্রিয় ছিলেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে কণ্ঠ, অভিব্যক্তি ও চাঁছাছোলা মন্তব্য মিলিয়ে ব্যতিক্রম ছিলেন শাস্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, ১৫তম আইপিএলে শাস্ত্রীকে তাঁর প্রিয় কর্মস্থলে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সে সঙ্গে কিছুদিন আগেই অবসর নেওয়া সুরেশ রায়নাও যোগ দিচ্ছেন ধারাভাষ্যে।

শাস্ত্রী ও রায়নাকে অবশ্য আইপিএলের হিন্দি ধারাভাষ্যে দেখা যাবে। তাঁদের সঙ্গে আকাশ চোপরা, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, নিখিল চোপড়া, কিরণ মোরের মতো সাবেক ক্রিকেটাররাও হিন্দি ভাষায় আইপিএলের প্রতিটি মুহূর্ত দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেবেন।

গৌতম গম্ভীরও আছেন ধারাভাষ্যে
ফাইল ছবি: এএফপি

সুনীল গাভাস্কার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণদের দেখা যাবে ইংরেজি ধারাভাষ্যে। সাবেক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আরও থাকছেন মুরালি কার্তিক, দীপ দাশগুপ্ত, আঞ্জুম চোপরা। ধারাভাষ্যকক্ষের প্রিয় মুখ হার্শা ভোগলে তো থাকছেনই। আর বিদেশি ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে ইয়ান বিশপ, অ্যালান উইলকিনস, পমি মবাংওয়া, নিক নাইট, ড্যানি মরিসন, সাইমন ডুল, ম্যাথু হেইডেন ও কেভিন পিটারসেনকে।
আর সিলেক্ট ডাগআউটে থাকবেন অনন্ত ত্যাগী, নিরোলি মিডোস, গ্রায়েম সোয়ান, স্কট স্টাইরিসরা।

থাকছেন ইয়ান বিশপ
ফাইল ছবি

জানা গেছে, ইংরেজি ভাষায় যারা ধারাভাষ্য দেবেন, তাঁরা সবাই আড়াই লাখ থেকে পাঁচ লাখ ডলার পাবেন পারিশ্রমিক হিসেবে। বাংলাদেশি মূল্যমানে যা ২ কোটি ১৫ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা। হিন্দি ধারাভাষ্য যাঁরা দেবেন, তাঁরা আয় করবেন ৮০ হাজার থেকে সাড়ে ৩ লাখ ডলার পর্যন্ত। বাংলাদেশি মূল্যমানে যা ৬৯ লাখ থেকে ৩ কোটি টাকার মতো।

সবচেয়ে বেশি আয় করেন সিলেক্ট ডাগআউটে যাঁরা থাকেন তাঁরা। স্টাইরিস-সোয়ানদের আয় পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ ডলারের মতো। অর্থাৎ ৪ কোটি ৩০ লাখ থেকে ৬ কোটি ৪৬ লাখ টাকা আয় করবেন তাঁরা।

ইংরেজি ও হিন্দি ছাড়া আরও বেশ কিছু ভাষায় ধারাভাষ্য শোনানোর ব্যবস্থা করছে আইপিএল। তামিল, মারাঠি, কানাড়ি, তেলেগু, মালায়লাম ও বাংলা ভাষায় ধারাভাষ্য দেওয়া হবে।