আইপিএলে 'ডাগআউটে'র সঙ্গে থাকবে 'ডগআউট'ও

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে পোষা প্রাণী নিয়ে ঢুকতে পারবেন দর্শক। ছবি: আরসিবি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে পোষা প্রাণী নিয়ে ঢুকতে পারবেন দর্শক। ছবি: আরসিবি
>এবারের আইপিএলে থাকছে ‘ডগআউট’। ব্যাপারটা কী!

ফুটবলের ডাগ আউট এখন ক্রিকেটেও এসেছে। টি-টোয়েন্টির দ্রুতলয়ের ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে মাঠের পাশেই এখন ডাগ আউটে দেখা যায় দুই দলকে। ডাগআউট ধারণাটা পুরোনো হতে হতেই এখন ডগআউটও চলে আসছে ক্রিকেটে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দর্শকদের দারুণ এক সুযোগ করে দিচ্ছে। এ মৌসুমে চাইলে পোষা প্রাণী মাঠে আনতে পারবেন তারা।

বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি তাদের সমর্থকদের পোষা প্রাণী নিয়ে স্টেডিয়ামে আসার আমন্ত্রণ জানিয়েছে। একটি বিশেষ লাউঞ্জ বা ডগআউট বানানো হচ্ছে, যেখানে দর্শক তাদের কুকুর নিয়ে বসতে পারবেন। বেঙ্গালুরু এক বিবৃতিতে জানিয়েছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সহানুভূতি ও একত্বে বিশ্বাস করে। আমরা দলের সঙ্গে যুক্ত সব ভক্তের ব্যাপারে ভাবি। এমন একদল ভক্ত আছে যাদের পোষা প্রাণী আছে। এই প্রাণীগুলো তাদের পরিবারেরই অংশ। আরসিবি চাই তাদেরও আরসিবি পরিবারের অংশ বানাতে।’

বিবৃতিতে এরপরই বলা হয়েছে, ‘এ বছর থেকে আরসিবি সে সব পোষা প্রাণী পালক ও প্রেমীদের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। প্রাণী নিয়ে দেখার বিশেষ এক লাউঞ্জ “ডগআউটে”, “ডাগআউট নয়” ঘরের মাঠের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

ভক্তদের শুধু প্রাণী আনার সুযোগ দেবে না আরসিবি, সে সঙ্গে পোষা প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে চুক্তি করছে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষজ্ঞরা আরসিবির নতুন অ্যাপ্লিকেশনে পোষা প্রাণীর দেখভাল, খাবার ও পুষ্টি নিয়ে বিভিন্ন পরামর্শ দেবেন।

ক্রিকেট মাঠে পোষা প্রাণী নিয়ে দর্শকের আগমনের দৃশ্য দেখতে খুব একটা অপেক্ষা করতে হবে না। আগামী ২৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ খেলবেন কোহলিরা।