আইপিএলের চেয়ে পিএসএল যে কারণে পিছিয়ে

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল।ছবি: টুইটার

ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএলই সবচেয়ে জনপ্রিয়। টাকাপয়সার দিক থেকেও ভারতের এই টুর্নামেন্টের ধারেকাছে নেই আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ।

তবে পাকিস্তান ক্রিকেটের দু-একজন সাবেক খেলোয়াড় খেলার মানে তাঁদের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগকেই এগিয়ে রাখেন। এমনকি কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিও বলেছেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেসারদের মান সবচেয়ে ভালো।

কিন্তু বাস্তবতা হলো, বিশ্বের বেশির ভাগ তারকা ক্রিকেটার খেলে থাকেন আইপিএলে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগকে পাখির চোখ করে রাখেন সেরা ক্রিকেটাররা। কেন, জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান সেটিই বলেছেন পাকিস্তানের একটি ক্রিকেট ওয়েবসাইটকে।

এক সাক্ষাৎকারে ওয়াসিম খান বলেছেন, আইপিএল ও পিএসএলের মধ্যে মূল পার্থক্যটা অর্থের। খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্কটাই এ দুই ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। পিএসএলের তুলনায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো খেলোয়াড়দের বেশি পারিশ্রমিক দেয় বলেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ভারতের এই লিগ—মনে করেন তিনি।

পিএসএল ট্রফি।
ছবি: টুইটার

ওয়াসিম খান বলেন, ‘আমরা লিগটা আরও ভালোভাবে করার চেষ্টা করছি। আইপিএলের সঙ্গে তুলনার আগে আমাদের বুঝতে হবে তারা খুব ভালো মানের ক্রিকেটারদের আনছে এবং মাথাপিছু দু-তিন মিলিয়ন ডলার করে পারিশ্রমিক দিচ্ছে। আমরাও এমন পারিশ্রমিক দেওয়া শুরু করলে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আকৃষ্ট করতে পারব। আমরা পিএসএলকে লাভজনক করতে পারলে খেলোয়াড়দের আরও বেশি অর্থ দিতে পারব।’

পিসিবির প্রধান নির্বাহী বলেছেন, পিএসএলের বর্তমান আর্থিক কাঠামো টেকসই নয়, ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিবছরই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, ‘নজম শেঠি (পিসিবির সাবেক চেয়ারম্যান) বলে থাকেন, আমরা নাকি পিএসএলকে ডুবিয়েছি। কিন্তু আগের প্রশাসনের অধীনে তৈরি হওয়া আর্থিক কাঠামোর দিকে তাকালেই বুঝতে পারবেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এটা (পিএসএল) আর্থিকভাবে ১০ বছর টেকার মতোও টেকসই ছিল না। এখন আরও বেশি অর্থ আয়ের জন্য আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নতুন কাঠামো নিয়ে কথা বলছি। ছয় বছর পেরিয়ে যাওয়ার পরও ফ্র্যাঞ্চাইজিগুলো লাভের মুখ দেখেনি। এ জন্যই পিএসএলে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি বাড়ানো সম্ভব হচ্ছে না।’

পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান।
ছবি: টুইটার

পিএসএলে এখন ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। করোনাভাইরাস মহামারির কারণে মার্চে স্থগিত হয়েছিল পিএসএলের এবারের মৌসুম। ৯ জুন আবুধাবিতে শুরু হবে এ মৌসুমের বাকি ম্যাচগুলো।