আইপিএলের দাম দ্বিগুণ হবে

এবার আইপিএলের প্রচারসত্ত্ব বিক্রি হয়েছে ৪৮ হাজার কোটি রুপিতেছবি: বিসিসিআই

সোনার ডিম পাড়া হাঁস—আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য ঠিক যেন এ রকম কিছুই। সম্প্রচারস্বত্বের প্রতিটি চক্রে আয় শুধু বাড়ছেই। কদিন আগে বিক্রি হয়েছে আইপিএলের ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পাঁচ আসরের সম্প্রচারস্বত্ব। সব মিলিয়ে এই স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৪৮ হাজার কোটি রুপিতে।

আইপিএলের সম্প্রচারস্বত্ব এমন চড়া মূল্যে বিক্রি হওয়ায় যারপরনাই খুশি টুর্নামেন্টটির সাবেক চেয়ারম্যান লোলিত মোদি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আইপিএলের জনপ্রিয় আর ব্যবসাসফল হওয়ার ভবিষ্যদ্বাণী তিনি আগেই করেছিলেন।

এনডিটিভিকে মোদি বলেছেন, ‘আমি সব সময়ই বলে এসেছি যে তিন বা চার বছরের মধ্যে (সম্প্রচারস্বত্বের দিক থেকে) আইপিএলের মূল্য দ্বিগুণ হবে। আইপিএলের মূল্য দ্বিগুণ হতেই থাকবে। ২০০৮ সাল থেকে আপনি যদি আমার সাক্ষাৎকারগুলো দেখেন, আমি সব সময়ই এটা বলেছি।’

আইপিএলের দাম আরও বাড়বে
ছবি: আইপিএল

এবার আইপিএলের সম্প্রচারস্বত্ব আগেরবারের দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে। আগেরবার, অর্থাৎ ২০১৮ থেকে ২০২২ চক্রে আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি হয়েছিল প্রায় সাড়ে ১৬ হাজার রুপিতে। সেবার এই স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া।

মোদির ধারণা আসলে ঠিকই ছিল। এটা স্পষ্ট হয় এক চক্র থেকে আরেক চক্রে আইপিএলের সম্প্রচারস্বত্বের মূল্য বৃদ্ধি থেকেই। ২০০৮ সালে হয়েছিল আইপিএলের অভিষেক আসর। প্রথমবার আইপিএলের সম্প্রচারস্বত্বের চক্র ছিল ১০ বছরের। ২০০৮ থেকে ২০১৭—এই ১০ বছরের জন্য সম্প্রচারস্বত্ব বিক্রি হয়েছিল ৮০০ কোটি রুপির কিছু বেশিতে।

আইপিএলের সম্প্রচারস্বত্বের দ্বিতীয় চক্রটি ছিল ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। এই পাঁচ বছরের জন্য স্বত্ব বিক্রি হয়েছিল প্রথমবারের দ্বিগুণ দামে, ১৬ হাজার রুপির কিছু বেশিতে। আগামী চক্রে মূল্য আরও বাড়বে বলে মনে করেন মোদি, ‘এটা অবশ্যই ছাড়িয়ে যাবে। আমি সব সময়ই বলেছি আগে বা পরে আইপিএল বিশ্বের এক নম্বর খেলা হবে।’