আইপিএলের ফাইনাল জিতবে কোন দল?

কে জিতবে আইপিএল?ছবি: আইপিএল

অপেক্ষাটা কদিনের? সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের মহাযজ্ঞ চলছে এক মাস ধরে। কিন্তু আইপিএলের এবারের চ্যাম্পিয়ন কে হবে, সে প্রসঙ্গে অপেক্ষাটা কিন্তু ছয় মাসের। কারণ, ১৫ অক্টোবর শেষ হলেও ২০২১ আইপিএল কিন্তু শুরু হয়েছিল সেই ৯ এপ্রিল। মাঝে করোনাভাইরাসের প্রকোপ মে মাসের শুরুতে বিরতি টেনে দেয়। এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন সম্ভব না দেখে, বাধ্য হয়ে আইপিএলের ভেন্যুই সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে।

এতে আর কোনো দলের লাভ হোক না হোক, কলকাতা নাইট রাইডার্স যে বেশ লাভবান, তাতে সন্দেহ নেই। ভারতে হওয়া প্রথম সাত ম্যাচ শেষে এবার কলকাতার বিদায়ই নিশ্চিত মনে হচ্ছিল। প্রথম সাত ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল কলকাতা। তখন আইপিএল থেমে যাওয়ায় অন্তত সেই ধারায় ছেদ পড়েছে। নতুন করে শুরু হওয়ার পর টানা বেশ কিছু জয়ে শেষ দল হিসেবে প্লে-অফে উঠেছিল কলকাতা। আর নতুন করে পাওয়া আত্মবিশ্বাসে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পার করে এখন ফাইনালে কলকাতা।

ওদিকে গত মৌসুমে সবার আগে বাদ পড়া চেন্নাই সুপার কিংস এবার নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। সবার আগে প্লে–অফ নিশ্চিত করেছে। শুধু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে অস্বস্তি ছিল। প্রথম কোয়ালিফায়ারে ‘পুরোনো ধোনি’ হয়ে শেষ ওভারে ম্যাচ জিতিয়ে সেই দুশ্চিন্তাও দূর করেছেন ধোনি। আজ ফাইনালে ফেবারিট তাঁরাই। পাঠক, আপনার কী ধারণা, আজ আইপিএল জিতবে কারা?