আইপিএলের নিলাম-উত্তেজনা চলবে আজকেও। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ও শেষ দিনের নিলাম। ভেন্যু একই—বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়া। প্রথম দিন ৯৭ জন খেলোয়াড়ের নাম নিলামের টেবিলে উঠলেও আজ আরও বেশি খেলোয়াড় পাবেন নিজেদের নতুন ঠিকানা। মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হবে।
বাকি খেলোয়াড়দের মধ্যে যাঁকে নিয়ে অন্তত একটা ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকবে, তাঁকেই তোলা হবে নিলামের টেবিলে। যে খেলোয়াড়ের ব্যাপারে কোনো দল আগ্রহ দেখাবে না, মধ্যাহ্নভোজের পর সে খেলোয়াড়কে নিলামে তোলা হবে না। যেসব খেলোয়াড়ের ওপর আগ্রহ আছে, তা আজ সকাল সাড়ে নয়টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম কমিটিকে জানিয়ে দিয়েছে। এ জন্যই আজকের নিলাম প্রক্রিয়ার নাম—‘অ্যাকসেলারেটেড অকশান’ বা ‘ত্বরান্বিত নিলাম’।