আফগানিস্তান–নিউজিল্যান্ড ম্যাচের পিচ কিউরেটরের মৃত্যু নিয়ে রহস্য

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর মোহন সিংছবি: ফ্ল্যাশস্কোর ক্রিকেট টুইটার

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচে ছিল তাঁর হাতের ছোঁয়া। ভারত-আফগানিস্তান ম্যাচের পিচটি তৈরি হয়েছিল তাঁর হাতে। মোহন সিংয়ের তৈরি করা সেই উইকেটে দুর্দান্ত খেলে আফগানিস্তানকে হারিয়ে ভারত বাঁচিয়ে রেখেছিল সেমিফাইনালের আশা। ভারতকে সেমিফাইনালে যেতে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হতো আফগানিস্তানকে। এ পিচও তৈরি করেছেন মোহালি থেকে আসা মোহন। কিন্তু সেই পিচে আফগানিস্তান কী করেছে, তা আর দেখে যেতে পারেননি তিনি। আজ সকালে মোহনকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর কক্ষে।

মোহনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সেটা তিনি কেন বা কীভাবে করেছেন, সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মোহন চাকরিতে যোগ দেন ২০০৪ সালে। এর আগে তিনি মোহালির পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে কিউরেটর হিসেবে হাতেখড়ি নেন। পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে মোহন ১৯৯৪ সাল থেকে চাকরি করতেন। প্রথমে তিনি মাঠের সুপারভাইজার হিসেবে ছিলেন। একই সঙ্গে সেখানে বিভিন্ন খেলার কোচদের সহকারী হিসেবেও কাজ করেছেন।