আফ্রিদিকে 'বাংলাদেশ' মনে করিয়ে দিলেন গম্ভীর

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ছবি: টুইটার
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ছবি: টুইটার

'পৃথিবী এখন মারাত্মক রোগে আক্রান্ত। কিন্তু মোদীর মনে এর চেয়েও বড় রোগ বাসা বেঁধেছে।'

কথাটা শহীদ আফ্রিদির। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি গ্রামে গিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ভিডিও।গ্রামবাসী উদ্দেশে আফ্রিদি বলেছেন,'আপনাদের এই সুন্দর গ্রামে এসে খুব ভালো লাগছে।বহুদিন ধরে এখানে আসার কথা ভাবছিলাম।'

এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাক করে সাবেক এ অলরাউন্ডার বলেন, 'পৃথিবী এখন মারাত্মক রোগে আক্রান্ত। কিন্তু মোদীর মনে এর চেয়েও বড় রোগ বাসা বেঁধেছে। কাশ্মীরে তিনি ৭ লাখ সেনা মোতায়েন করেছেন। এটা পাকিস্তানি সেনাসংখ্যার সমান।'খুব স্বাভাবিকভাবেই এ মন্তব্য ভারতীয়দের ভালো লাগার কথা না। ভারতের সাবেক ওপেনার ও লোকসভার সদস্য গৌতম গম্ভীর এ নিয়ে তুমুল সমালোচনা করেছেন আফ্রিদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।

আফ্রিদি কিছু বললে বরাবরই এর কঠোর জবাব দিয়ে থাকেন গম্ভীর। ভারত-পাকিস্তান বৈরি রাজনৈতিক সম্পর্ক তাদের খেলার মাঠেও অনূদিত হয়েছে ভালোই। এবার টুইটারে সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টানলেন গম্ভীর, '২০ কোটি লোকের সমর্থনপুষ্ট পাকিস্তানের সেনাসংখ্যা ৭ লাখ, বলেছে ১৬ বছরের বালক শহীদ আফ্রিদি। এরপরও তারা ৭০ বছরের জন্য কাশ্মীর ভিক্ষা চাইছে। আফ্রিদি, ইমরান ও বাজওয়ার মতো ভাঁড়রা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বিষ ছুঁড়ে পাকিস্তানিদের বোকা বানাতে পারে, কিন্তু শেষ বিচারের দিন পর্যন্ত তারা কাশ্মীর পাবে না। বাংলাদেশকে মনে আছে ?'

আফ্রিদির সমালোচনায় এ টুইট করেন গম্ভীর। ছবি: টুইটার
আফ্রিদির সমালোচনায় এ টুইট করেন গম্ভীর। ছবি: টুইটার

শুধু গম্ভীর নন, ভারত জাতীয় দলের ক্রিকেটার হরভজন সিং-ও সমালোচনা করেন আফ্রিদির। করোনাভাইরাস প্রতিরোধে আফ্রিদির ফাউন্ডেশনে সাহায্য করার জন্য কিছুদিন আগে অনুরোধ করেছিলেন হরভজন ও যুবরাজ সিং। কিন্তু আফ্রিদির এ মন্তব্যের পর হরভজন তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখবেন না বলে মনস্থির করেছেন। 'ইন্ডিয়া টুডে'কে হরভজন বলেন, 'ভারত এবং আমাদের প্রধানমন্ত্রী নিয়ে আফ্রিদি যা বলেছে, ভীষণ হতাশাজনক। এটা মেনে নেওয়া যায় না। এখন থেকে শহীদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।'

করোনাভাইরাস মহামারির মধ্যে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন আফ্রিদি। এর আগে মুশফিকুর রহিমের ব্যাট নিলামে ১৭ লাখ টাকায় কিনে নেন তিনি।