আবার পেছাল লঙ্কা প্রিমিয়ার লিগ

আবার পিছিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ।
ফাইল ছবি

বেশ কয়েকবার চিঠি চালাচালির পর স্থগিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কারণ যে করোনা তা কারও অজানা নয়। অবশ্য বাংলাদেশের সফর কীভাবে নিশ্চিত করবে, নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করতেই যে বারবার থমকে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)!

সর্বশেষ সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ১৪ নভেম্বর। কিন্তু আজ এসএলসি জানিয়েছে, বিদেশি ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে টুর্নামেন্ট এখন শুরু হবে ২১ নভেম্বর। আগের সূচি অনুযায়ী এলপিএলের খেলোয়াড় নিলাম হওয়ার কথা ছিল আজ। সেটিও পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৯ অক্টোবর। বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পেছনেও ছিল ১৪ দিনের কোয়ারেন্টিন জটিলতা। বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে কোনো ছাড় দিতে রাজি হয়নি দেশটির সরকার। এ কারণেই সফর স্থগিত করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এলপিএল পিছিয়ে যাওয়ার পেছনের কারণও ওই কোয়ারেন্টিন। খেলোয়াড় ও বিভিন্ন দলের কর্মকর্তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য সময় দিতেই সূচিতে আরেকবার পরিবর্তন আনা। এলপিএলের টুর্নামেন্ট কমিটির পরিচালক রাভিন বিক্রমারত্নে এক বিবৃতিতে বলেছেন, ‘আইপিএল চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আইপিএল খেলে আসা খেলোয়াড়দের একটু সময় দিতে চেয়েছি আমরা।’

এলপিএল আগেও পিছিয়েছে একবার। শুরুতে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হওয়ার কথা ছিল ২৮ আগস্ট। করোনাভাইরাস মহামারির কারণে সেটা পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছিল। এবার আরও এক সপ্তাহ পিছিয়ে গেল টুর্নামেন্ট শুরুর তারিখ। ৫ দলের ২৩ ম্যাচের টুর্নামেন্টটি শেষ হতে ১৫ দিন সময় লাগবে।