আবারো করোনা পজিটিভ সাইফ

আবারও করোনা পজিটিভ সাইফ।ছবি: প্রথম আলো

করোনাভাইরাস থেকে মুক্তি মিলল না তরুণ ওপেনার সাইফ হাসানের। করোনা পরীক্ষায় দ্বিতীয়বারের মতো পজিটিভ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার করোনা পজেটিভ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন সাইফ।

সাত দিন আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা হয়। সেখানে ট্রেনার নিক লির সঙ্গে সাইফেরও করোনা ধরা পড়ে। নিক লি এর মধ্যে সুস্থ হয়ে উঠলেও সাইফ এখনো শঙ্কা মুক্ত হননি। সাইফ এখন ধানমন্ডির বাসায় আইসোলেশনে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘সবাই জানেন যে আমি গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছি। দ্বিতীয়বার পরীক্ষা করেও করোনা পজিটিভ এসেছে। গত এক সপ্তাহ আমি নিজেকে বার বার বলেছি যে আমি ঠিক আছি। কিন্তু আমি আসলে ঠিক নেই। আইসোলেশনের তিন দিনের মাথায় আমি ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলি এবং আমি এখনো সুস্থ হইনি। সহজ ভাষায় বলতে গেলে, আমি খুবই বিরক্ত।’

তবে এখনই আশাহত হচ্ছে না এই তরুণ ওপেনার, ‘কিন্তু আমরা হাল ছাড়ছি না। আমরা একে অন্যকে সাহায্য করব এটাই স্বাভাবিক। যতটাই কঠিন হোক না কেনো, আমরা সামনে এগোবই। সময়ের সঙ্গে সবকিছু আরও ভালো হবে, পৃথিবী আরও ভালো জায়গায় পরিণত হবে। সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকতে পারেন। আমাকে ও আমার পরিবারকে সবার দোয়ায় রাখবেন।’