আবিদ আলীর এমন দিনে পাকিস্তানের হার

অভিষেকেই সেঞ্চুরি করেছেন আবিদ আলী। কিন্তু তাঁর এমন দিনেও টানা চার ম্যাচ হারের তিক্ত স্বাদ নিয়েছে পাকিস্তান। ছবি: এএফপি
অভিষেকেই সেঞ্চুরি করেছেন আবিদ আলী। কিন্তু তাঁর এমন দিনেও টানা চার ম্যাচ হারের তিক্ত স্বাদ নিয়েছে পাকিস্তান। ছবি: এএফপি
>

চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে নিজের অভিষেক ম্যাচেই শতক করেছেন আবিদ আলী। সেঞ্চুরি করেছেন মোহাম্মদ রিজওয়ানও। মাত্র ২ রানের জন্য শতক ছুঁতে পারেননি ম্যাক্সওয়েল। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

নিজের অভিষেক ম্যাচ। নেমেই খেললেন ঝকঝকে শতকের একটা ইনিংস। ১১৯ বল খেলে ৯ চার মেরে ওপেনার আবিদ আলী করলেন ১১২ রান। পাকিস্তান জিতলে উদ্‌যাপনটা হতে পারত মনে রাখার মতো। কিন্তু শেষ পর্যন্ত শেষ ওভারে এসে হেরেছে পাকিস্তান। তাই এমন আনন্দের দিনেও মন খারাপ নিয়ে বসে থাকতে হলো আবিদ আলীকে! শেষ ওভারে অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে পৌঁছাতে হলে পাকিস্তানের দরকার ছিল ১৭ রান। কিন্তু ক্রিজে থাকা আরেক সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান সেটা করতে পারলেন না। শেষ ওভারের দ্বিতীয় বলে স্টোয়নিসকে উড়িয়ে মারতে গিয়ে হ্যান্ডসকম্বের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন। এর আগে অবশ্য ১০২ বল খেল ৯ চার আর ১ ছক্কার সমন্বয়ে ১০৪ রানের মারকুটে এক ইনিংস খেলেন। ওই ওভারেরই পঞ্চম বলে উসমান শিনওয়ারিও আউট হন। পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৭১ রানে।
অবশ্য পাঁচ ম্যাচ সিরিজের শুরুর তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছেন ফিঞ্চ-ম্যাক্সওয়েলরা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। প্রথম ওভারের পাঁচ নম্বর বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার শান মাসুদ। দলের স্কোরকার্ডে তখনো একটা রানও যোগ হয়নি। এরপর আবিদ আলী আর মোহাম্মদ রিজওয়ান সেঞ্চুরি করলেও দলকে জিতিয়ে আনতে পারেননি।

অল্পের জন্য সেঞ্চুরি হয়নি ম্যাক্সওয়েলের। ছবি: এএফপি
অল্পের জন্য সেঞ্চুরি হয়নি ম্যাক্সওয়েলের। ছবি: এএফপি

শুরুতে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল আর অ্যালেক্স কেরির ১৩৪ রানের জুটির ওপর ভর করে ৬ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে অজিরা। দ্রুত রান তুলতে গিয়ে ম্যাক্সওয়েল তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক বঞ্চিত হন মাত্র ২ রানের জন্য। বরাবরের মতো উসমান খাজা আজও ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার এই ওপেনারের আজও ৬২ রানের চমৎকার ইনিংস খেলেন। ওপেনিংয়ে নামা অধিনায়ক ফিঞ্চ ৪২ বল খেলে ৩৯ রানের ইনিংস খেলেন। শেষদিকে এসে ম্যাক্সওয়েলকে সঙ্গ দেওয়া কেরিও অর্ধশতক করেন।