আমাকে ক্রিকেট চালানোর দায়িত্ব দেওয়া উচিত ছিল: শোয়েব

শোয়েব আখতার। ছবি: শোয়েবের টুইটার পেজ
শোয়েব আখতার। ছবি: শোয়েবের টুইটার পেজ

ভারতে সৌরভ গাঙ্গুলী, আছেন রাহুল দ্রাবিড়ও। দক্ষিণ আফ্রিকায় গ্রায়েম স্মিথ ও মার্ক বাউচার। অন্য দেশগুলোতেও সাবেকেরা কাজ করছেন ক্রিকেট বোর্ডের হয়ে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ধারা রপ্ত করতে পারেনি বলে মনে করেন শোয়েব আখতার।

দেশের ক্রিকেট তখনই ভালো করবে, যখন সঠিক জায়গায় সঠিক লোক থাকবে, এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক এ পেসার। পাকিস্তানের অভিজাত শ্রেণিকেও দুষেছেন শোয়েব। অভিজাত শ্রেণি সব সময় দুর্বল ব্যক্তিকে অধীনে চায় যেন ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়। একটি ‘চ্যাট শো’-তে শোয়েব বলেন, ‘অভিজাত শ্রেণি সব সময় গড়পড়তা লোকজনকে নিজেদের অধীনে নিতে চায়।যেন ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়। তাদের এমন একজন চেয়ারম্যান প্রয়োজন, যে সব মেনে নিতে পারে।’

সাবেক ক্রিকেটাররা পিসিবির সঙ্গে সেভাবে নেই বলেই দেশের ক্রিকেটের উন্নতি হচ্ছে না বলে মনে করেন কিংবদন্তি এ পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে জোরে বল করা শোয়েবের ভাষ্য, ‘সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি, রাহুল দ্রাবিড় জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান। গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান, মার্ক বাউচার প্রধান কোচ। কিন্তু পাকিস্তানে এর ঠিক উল্টোটা ঘটছে। তারা আমাকে ব্যবহার করেনি। টিভি শোতে বসে কথা বলা আমার কাজ না। আমাকে ক্রিকেট চালানোর দায়িত্ব দেওয়া উচিত ছিল তাদের।’