আমিরকে আগলে রাখতে ‘বাবা’ মিকি আর্থার সব সময় থাকবেন না

সাবেক কোচ মিকি আর্থারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে গত বছর বিদায় বলে দেওয়া পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
ফাইল ছবি

মোহাম্মদ আমির গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকেই বিতর্কের মধ্যে আছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও জাতীয় দলের দুই কোচ মিসবাহ–উল–হক এবং ওয়াকার ইউনিসের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন আমির। এ নিয়ে পক্ষে-বিপক্ষে তখন থেকেই কথা হচ্ছে। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো আমির জানিয়েছেন, মিসবাহ ও ওয়াকার পাকিস্তানের কোচিং স্টাফে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলে ফিরবেন না। এ নিয়ে রাগ ঝেড়েছেন পাকিস্তানেরই সাবেক পেসার শোয়েব আখতার।

শুধু শোয়েব নয়, পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলও আমিরের এমন কথা পছন্দ করেননি। কোচিং স্টাফের বিরুদ্ধে এমন কথা কোনো ক্রিকেটারের বলা উচিত নয়—মনে করেন আজমল। এরপর শোয়েবও ক্ষোভ ঝেড়েছেন আমিরের প্রতি। তবে একটু অন্যভাবে। শোয়েব মনে করেন, আমির এখনো মানসিকভাবে পরিপক্ব হয়নি। তাঁকে ‘বড় হওয়া’র পরামর্শ দিয়ে শোয়েব বলেছেন, ক্রিকেটারদের কাজ একটাই—পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করা।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া শোয়েব পিটিভি স্পোর্টসকে বলেছেন, ‘কখনো ভালো সময় কাটবে, কখনো আবার খারাপ। আমিরের বোঝা উচিত বাবা মিকি আর্থার তাকে বাঁচাতে সব সময় থাকবেন না। কখনো কখনো পরিপক্ব হয়ে উঠতে হয়। এটা আমিরের জন্যই বলছি। এটা বুঝতে হবে ম্যানেজমেন্ট কারও ইচ্ছানুযায়ী চলবে না। তাই নিজের পারফরম্যান্সের মান বাড়াতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।’ ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন মিকি আর্থার। স্পট ফিক্সিংয়ে জড়ানোর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে ২০১৬ সালে পাকিস্তান দলে ফেরেন আমির। তবে আগের সেই আমিরকে খুঁজে পাওয়া যায় খুব কমই।

সাবেক কোচ মিকি আর্থারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে গত বছর বিদায় বলে দেওয়া পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
ফাইল ছবি

মোহাম্মদ হাফিজের উদাহরণ টানেন শোয়েব। ৪০ বছর বয়সী এ ক্রিকেটার দলে জায়গা নিয়ে যখনই প্রশ্নের মুখে পড়েছেন, তখনই রান করে নিজেকে প্রমাণ করেছেন বলে মনে করেন শোয়েব। তাঁর ভাষায়, ‘ম্যানেজমেন্ট হাফিজের পক্ষে ছিল না। সে কিন্তু রান করা ছাড়া আর কিছুই করেনি। ম্যানেজমেন্টকে টাকাপয়সা দেয়নি। হাফিজের কাছ থেকে শেখা উচিত আমিরের।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মোহাম্মদ আমির।
ফাইল ছবি

আজমলও আমিরকে পারফর্ম করে ফিরতে বলেছেন জাতীয় দলে, ‘আমির যা যা বলেছে, মনে হচ্ছে সে অবিচারের শিকার হয়েছে। কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং তার মধ্যে কী ঘটেছে, সেসব আমি জানি না। সে বলছে, মিসবাহ (প্রধান কোচ) ও ওয়াকার (বোলিং কোচ) দায়িত্ব ছাড়লেই শুধু পাকিস্তানের হয়ে খেলবে। কোচের পদত্যাগ দাবি করা কোনো খেলোয়াড়ের জন্য ঠিক নয়। কোনো দাবিদাওয়া পেশ করার আগে আমিরের উচিত পারফর্ম করে জায়গা নিশ্চিত করা।’