আম্পায়ারের সঙ্গে লেগে গেল স্মিথের

আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন স্মিথ। ছবি: এএফপি
আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন স্মিথ। ছবি: এএফপি
>মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে স্টিভ স্মিথের।

মেলবোর্নে আজ বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে প্রথম সেশনের শেষ ওভারে একটি দৃশ্য প্রায় সবারই নজর কেড়েছে । এর আগে পার্থ টেস্টে স্টিভ স্মিথের বিপক্ষে শর্ট বল করে সাফল্য পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। দুটি ইনিংসেই আউট করেছেন অস্ট্রেলিয়ান তারকাকে। আজ মেলবোর্নেও স্মিথকে শর্ট বল করছিলেন বাঁ হাতি এ পেসার। ওয়াগনারের করা প্রথম সেশনের শেষ ওভারের প্রথম শর্ট ডেলিভারিটি শরীর দিয়ে ঠেকিয়ে প্রান্ত বদল করেন স্মিথ ও মারনাস লাবুশেন। কিন্তু মাঠের আম্পায়ার নাইজেল লং ‘ডেড বল’ ঘোষণা করেন এই বলে যে স্মিথ কোনো শট খেলেননি। আবারও একই ঘটনা ঘটেছে ওই ওভারেরই পঞ্চম বলে। কিন্তু আম্পায়ার এবারও ঘোষণা করলেন ডেড বল!

দুবারই স্মিথকে স্ট্রাইকে ফেরত পাঠিয়েছেন নাইজেল লং। ইংলিশ এ আম্পায়ারের ডাকা প্রথম ডেড বলটি নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। কারণ ডেলিভারিটি স্মিথের ঊরুর প্যাডে আঘাত হেনেছিল। কিন্তু পঞ্চম বলে ডাকা ডেড বলটি বিতর্ক সৃষ্টি করেছে। ওয়াগনারের বাউন্সার আঘাত হেনেছে স্মিথের পাঁজরে। অস্ট্রেলিয়ান এ ব্যাটসম্যান কোনো শট না খেললেও আঘাত এড়ানোর চেষ্টা করেছেন, যে ক্ষেত্রে তিনি রান নিয়ে প্রান্ত বদল করতে পারেন। কিন্তু নাইজেল লং তা মেনে নেননি। ওভারটি শেষ হওয়ার পর এ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে স্মিথের। তাঁর দাবি, অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান দুটি যোগ করা হোক।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্মিথ ব্যাটিংয়ে নামার সময় নিউজিল্যান্ড সমর্থকদের দুয়ো শুনেছেন। মধ্যাহ্নভোজ বিরতির পর ব্যাটিংয়ে ফেরার সময়ও তাঁকে দুয়ো দিয়েছেন কিউই সমর্থকেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১০৫ বলে ৫১ রানে অপরাজিত রয়েছেন স্মিথ। অন্য প্রান্তে ব্যাট করছেন ম্যাথু ওয়েড।

আম্পায়ারের সঙ্গে স্মিথের ঘটনাটি নিয়ে ফক্স স্পোর্টসে কথা বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তাঁর মতে, ‘আম্পায়ার ভুল করেছে। স্মিথ রাগান্বিত হতেই পারেন, কারণ ঘটনাটি বুঝতে করেছেন আম্পায়ার। নিয়মটা হলো আপনি শর্ট বল থেকে বাঁচার চেষ্টা করলেন এবং তা শরীরের যে অংশেই আঘাত করুক রান নিতে পারবেন, সেটি শট না খেললেও।