আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, মাহমুদউল্লাহর জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানা গুনলেন মাহমুদউল্লাহ।ছবি: প্রথম আলো

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় জরিমানা গুনতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালকের ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি আউটের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি এতে লেভেল-২ আচরণবিধি ভাঙার জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সে ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান নিজেই।

এভাবেই আম্পায়ারের কাছে আউটের আবেদন করেছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্রিকেটাররা।
ছবি: প্রথম আলো

প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫ ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। তারা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু গেড়ে আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে আউটের আবেদন জানান। দীর্ঘ ও জোরালো আবেদনেও তিনি সাড়া দেননি।

মাহমুদউল্লাহর সেই অসন্তোষ!
ছবি: প্রথম আলো

আবেদনে সাড়া না পেয়ে কিছুটা শিশুসুলভ আচরণই করেন মাহমুদউল্লাহ। মাটিতে ঘুষি, গড়াগড়ি করে তিনি থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ বসেও থাকেন চুপচাপ। বেশ কয়েকবার আম্পায়ার তাঁকে খেলা শুরু করতে বললেও তিনি তা করেননি। শেষ পর্যন্ত অবশ্য মাহমুদউল্লাহ উঠলে খেলা শুরু হয়।