আড়াই ঘণ্টায় ৬৬ খুদে বার্তা আর ১৮ বার ফোন করে গ্রেপ্তার স্ল্যাটার

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল স্লাটারছবি: টুইটার

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলসের ওয়েস্ট প্রমেন্দে অঞ্চল থেকে আজ স্থানীয় সময় সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস।

স্ল্যাটারের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ ছিল পুলিশের কাছে। এ নিয়ে তাঁর ওপর কড়া বিধিনিষেধও জারি করা হয়। কিন্তু তিনি সেসব বিধি ভেঙেছেন, তদন্তে নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করে পুলিশ।

গত অক্টোবরে স্ল্যাটারের বিরুদ্ধে ঘরোয়াভাবে সহিংস আচরণের অভিযোগ পায় নিউ সাউথ ওয়েলস পুলিশ। ম্যানলি আদালতে অনলাইন ভিডিওতে তাঁকে উপস্থাপন করা হয়।

আদালতে অভিযোগের শুনানিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রায় আড়াই ঘণ্টার মধ্যে স্ল্যাটার ৬৬টি খুদে বার্তা ও ১৮টি ফোন করেন অভিযোগকারীকে। আইনজীবীর ভাষায়, সেসব খুদে বার্তা ছিল ‘হয়রানি ও আক্রমণাত্মক’।

স্লাটারের সময়টা মোটেও ভালো যাচ্ছে না
ছবি: টুইটার

ফক্স স্পোর্টস জানিয়েছে, এই অভিযোগকারী স্ল্যাটারের সাবেক বান্ধবী। গত মার্চ থেকে অক্টোবরের মধ্যে তাঁকে হয়রানি করে এসেছেন স্ল্যাটার। গত ১২ ও ১৩ অক্টোবর দুপুরে সিডনির র‌্যান্ডউইকেট অঞ্চলে স্ল্যাটার তাঁকে চুপিসারে অনুসরণ করে হয়রানিমূলক আচরণ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে খেলা সাবেক এই ব্যাটসম্যানের আইনজীবী জেমস ম্যাকলোলিন আদালতকে বলেন, তাঁর মক্কেল মদ্যপানজনিত অসুস্থতায় ভুগছেন এবং প্রথম দফায় জামিন পাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত মঙ্গলবার হয়রানির সময় স্ল্যাটার মদের নেশায় চুর ছিলেন বলে আদালতকে বলেছেন তাঁর আইনজীবী। এই প্রথমবারের মতো তিনি পুলিশের বিধিনিষেধ ভেঙেছেন বলেও আদালতকে জানান তাঁর আইনজীবী।

বিচারক মিশেল গুডউইন স্ল্যাটারের জামিন মঞ্জুর করলেও শর্ত জুড়ে দেন, ঘরে বন্দী থাকতে হবে তাঁকে। হাসপাতালে যাওয়ার দরকার হলে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তিনি ফোন ব্যবহার করতে পারবেন না। গুডইন স্পস্ট বলে দেন, ‘জামিনের শর্ত ভাঙলে গ্রেপ্তার করা হবে।’ স্ল্যাটার এ শর্তে রাজি হন। ২৩ ডিসেম্বর আবারও তাঁকে নিয়ে বসবে আদালত।

স্ল্যাটারের সময়টা ভালো যাচ্ছে না। এ মাসের শুরুতে আর্থিক কারণ দেখিয়ে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে চ্যানেল সেভেন। গত মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।