আবার করোনা, সময় পেছাল আজকের আয়ারল্যান্ড–ইমার্জিং ম্যাচের

আয়ারল্যান্ড সিরিজে আবারও করোনার হানা
ছবি: টুইটার

করোনা আঘাত হেনেছে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ওয়ানডে সিরিজে। শুক্রবার আইরিশ দলের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা পজিটিভ আসে। সে কারণে শুরু হয়েও পরিত্যক্ত ঘোষিত হয় সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি সময়সূচি অনুযায়ী হলেও আজকের তৃতীয় ম্যাচটির সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, করোনা!

গতকাল সোমবার আয়ারল্যান্ড উলভসের সঙ্গে একই জৈব সুরক্ষা বলয়ে থাকা এক নিরাপত্তা কর্মীর কোভিড-১৯ পজিটিভ আসে। আজকের ম্যাচটি পিছিয়ে গেছে সে কারণেই। নতুন করে ম্যাচ–সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করা হয়েছে কালই। সবারই রিপোর্ট নেগেটিভ আসায় আজকের ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

ম্যাচটি হবে কি না, সেটি নির্ভর করছিল গতকালের কোভিড পরীক্ষার রিপোর্টের ওপর। আজ সকালে সবার রিপোর্ট নেগেটিভ আসায় ম্যাচ আয়োজনে কোনো বাধা নেই। আজ সকালে রিপোর্ট আসার পরপরই দুই দল ম্যাচটি বেলা ১১টা থেকে খেলার ব্যাপারে একমত হয়।

দুই ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় ফ্লাডলাইটের ব্যবহার করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করছিল বাংলাদেশ ইমার্জিং দল। ৩০ ওভার খেলা হওয়ার পরপরই প্রিটোরিয়াসের করোনা রিপোর্ট পজিটিভ আসায় খেলাটি পরিত্যক্ত হয়। সে সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে করেছিল ১২২ রান। রোববার দ্বিতীয় ম্যাচটি ৬ উইকেটে জেতে বাংলাদেশ ইমার্জিং দল।