আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ দ্রাবিড় নন, লক্ষ্মণ

ভারতের জার্সিতে ব্যাট হাতে দারুণ অনেক জুটি গড়েছিলেন, এবার কোচিংয়েও জুটি রাহুল-লক্ষণেরছবি: এএফপি

মাত্র তিন দিনে দুটি টি-টোয়েন্টি। ছোট্ট একটা সিরিজের জন্য আয়ারল্যান্ডে যাবে ভারত। কিন্তু সে সময়ে আবার ইংল্যান্ডে একটা টেস্টের প্রস্তুতিও আছে। এমন পরিস্থিতিতে কী করা যায়? দুই সিরিজে দুটি ভিন্ন দল ভারত পাঠাচ্ছে দুই ভিন্ন কোচের অধীন।

ভারতের মূল কোচ রাহুল দ্রাবিড় স্বাভাবিকভাবেই ইংল্যান্ডে টেস্ট দলের সঙ্গে থাকবেন, সে ক্ষেত্রে আয়ারল্যান্ডে ছোট্ট সিরিজটির জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকবেন ভারতের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।

আগামী ২৬ জুন আয়ারল্যান্ড সফরে দুই টি-টোয়েন্টির প্রথমটি খেলবে ভারত, ২৮ জুন দ্বিতীয়টি।

ভারতের টেস্টের দল ১৫ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে, দ্রাবিড় অবশ্য যাবেন তার দিন পাঁচেক পর। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শেষ হবে ১৯ জুন, সেটি শেষে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়।

গত বছরও সূচিজটে একই রকম ঝামেলায় পড়েছিল ভারত। বলা যায়, দ্রাবিড়ের ভারতীয় দলে কোচিংয়ের হাতেখড়ি সেখানেই। সে সময়ে রবি শাস্ত্রীর অধীন ভারতের মূল দল ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত ছিল, এর মধ্যে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজও চলে আসে। অগত্যা দুই সিরিজে দুই দল পাঠায় ভারত।

বিরাট কোহলির নেতৃত্বে মূল দলটার কোচ হিসেবে রবি শাস্ত্রী তো ছিলেনই, এর পাশাপাশি শিখর ধাওয়ানকে অধিনায়ক বানিয়ে শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির একটা দল পাঠায় ভারত। দ্বিতীয় সারির সেই দলের কোচ করে পাঠানো হয় সে সময়ে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিচালকের দায়িত্বে থাকা দ্রাবিড়কে।

মজার ব্যাপার, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর গত বছরের নভেম্বরে শাস্ত্রীর জায়গায় দ্রাবিড় ভারতের কোচ হওয়ার পর লক্ষ্মণই পেয়েছেন এনসিএর দায়িত্ব। এবারও সেই ইংল্যান্ডে ভারতের টেস্ট দল পাঠানোর সময়ে দ্বিতীয় আরেকটি সিরিজের ঝামেলা!

ভিভিএস লক্ষণ
ছবি: টুইটার

এই ঝামেলা অবশ্য হয়েছে করোনার কারণে। গত বছর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে গিয়েছিল ভারত, কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়া বার্মিংহামে সিরিজের পঞ্চম টেস্টটি তখন স্থগিত হয়ে যায়। এবার ১ থেকে ৫ জুলাই হবে সেই টেস্ট। এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ২০০৭ সালের পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তারা। ১৫ বছর আগে সেই সিরিজে ভারতের অধিনায়ক কে ছিলেন? দ্রাবিড়!

ভারতের টেস্টের দল ১৫ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে, দ্রাবিড় অবশ্য যাবেন তার দিন পাঁচেক পর। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শেষ হবে ১৯ জুন, সেটি শেষে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। ২৪ থেকে ২৭ জুন লেস্টারে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

দ্রাবিড়কে সেখানে দলের সঙ্গে থাকতে হবে। সে কারণেই লক্ষ্মণের ভারতের দ্বিতীয় সারির দলের কোচ হওয়ার সুযোগ আসছে। এই মুহূর্তে ভারতের এনসিএর পরিচালকের দায়িত্বে থাকা লক্ষ্মণ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন, ভারতের ঘরোয়া ক্রিকেটে বেঙ্গলের কোচ হিসেবেও কাজ করেছেন। এই বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ী দলের কোচিং স্টাফেও ছিলেন লক্ষ্মণ।